পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& বিজয়া छ्रिङौश्च उश्हि বিজয় । বেল প্রায় তিনটা বাজে, আপনার খাওয়া হয়েছে ? নরেন । হা, হয়েছে একরকম। কলকাতা যাবে বলেই বেরিয়েছি কিনা ; পথে ভাবলুম একবার দেখা করে যাই । তাই হঠাৎ এসে পড়লুম। বিজয় । কিন্তু, আপনার মুখ দেখে মনে হয় যেন খাওয়া এখনও হয়নি। নরেন। (সহাস্তে ) গরীব দুঃখীদের মুখের চেহারাই এই রকম—খাওয়ার ছবিটা সহজে ফুটতে চায় না। আপনাদের সঙ্গে আমাদের তফাৎ ঐখানে ! বিজয় । তা জানি । আচ্ছ। আপনার microscopeএর দাম কত ? নরেন। কিনতে আমার পাচশো টাকার বেশি লেগেছিল, এখন আড়াইশো টাকা—দুশো টাকা পেলেও আমি দিই । একেবারে নতুন আছে বললেও হয় । বিজয়া। এত কমে দেবেন ? আপনার কি ওর সব কাজ শেষ হয়ে গেছে ? নরেন । কাজ ? কিছুই হয়নি। বিজয় । আমার নিজের একটা অনেকদিন থেকে কেনবার সখ আছে—কিন্তু হয়ে ওঠে নি। আর কিনেই বা কি হবে ? কলকাতা ছেড়ে চলে এসেছি ; এখানে শিখ বোই বা কি ক'রে ? নরেন। আমি সমস্ত শিখিয়ে দিয়ে যাবে। দেখবেন ?