পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়ী (t ) বিজয় । ( থালাটা টেবিলের উপর রাখিয়া ) তা হতে পারে। কিন্তু যেটুকু বকেছেন, সেটুকু নিছক নিজের জন্তে । একটা ভাঙা জিনিস গছিয়ে দেবার মতলবে । আচ্ছা, খেতে বসুন, আমি চ তৈরী ক’রে দিই । ( নরেন সোজা বসিয়৷ রহিল ) আচ্ছা, আমিই না হয় নেবে, আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে না । আপনি খেতে আরম্ভ করুন । নরেন। আপনাকে দয়া করতে তো আমি অনুরোধ করিনি । বিজয় । সেদিন কিন্তু করেছিলেন । যেদিন মামার হয়ে পুজোর সুপারিশ করতে এসেছিলেন । নরেন । সে পরের জন্তে, নিজের জন্তে নয় ; এ অভ্যাস আমার নেই । বিজয় । তা সে যাই হোক, ওটা কিন্তু আর আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া চলবে না । এখানেই থাকবে। এবার খেতে বসুন। নরেন । এ কথার মানে ? বিজয়া । মানে একটা কিছু আছে বই কি ! মরেন। (ক্রুদ্ধ হইয়া) সেইটে কি তাই আমি আপনার কাছে শুনতে চাইছি। আপনি কি ওটি আটকে রাখতে চান ? এও কি বাবা আপনার কাছে বাধা রেখেছিলেন ? আপনি তো দেখছি তা হ’লে আমাকেও আটকাতে পারেন, বলতে পারেন বােব আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন ? বিজয়া। (আরক্ত মুখে ঘাড় ফিরাইয়া) কালীপদ, তুই