দ্বিতীয় অঙ্ক বিজয়ী & L. নরেন ধীরে ধীরে অন্য দ্বার দিয়া বাহির হইয় গেল রাস । আহা, ও কথা বলে কেন ? তার উদ্দেশু তো আমরা জানিনে। ভালও তো হতে পারে । অবশ্য জোর ক’রে কিছুই বলা যায় ন—সেও ঠিক । তা সে যাই হোকগে, ওতে আমাদের আবশ্বক কি ? দূরবীন হ’লেও না হয় কখনো কালে-ভদ্রে দূরে-টুরে দেখতে কাজে লাগতে পারে। আলো হাতে করিয়া কালীপদ প্রবেশ করিল রাস। কালীপদ, সেই বাবুটি বোধ করি ওদিকে কোথাও ব’সে অপেক্ষা করছে, তাকে বলে দাও গে—ঐ যন্ত্রটা আমরা কিনতে পারবো না—আমাদের দরকার নেই । এসে নিয়ে চলে যাক । বিজয়া । ( ভয়ে ভয়ে ) তাকে বলেছি আমি নেবো । রাস। (আশ্চির্য্য হইয়া) নেবে? কেন ? ওতে প্রয়োজন কি ? বিজয়। নীরব রাস । উনি দাম কত চান ? বিজয় । ফুশে টাকা । রাস । দুশো : তুশো টাকা চায় ? বিলাস তো তাহলে নেহাৎ—কি বল বিলাস ? কলেজে তোমাদের F. A. classএ chemistryতে এসব অনেক ঘাটঘাটি করেছে, দুশো টাকা একটা microscopeএর দাম ? এ তো কেউ কখনও শোনে নি ; কালীপদ, যা ওকে নিয়ে যেতে ব’লে আয় । এসব ফন্দি খাটবে না ।
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।