●● বিজয়া দ্বিতীয় অঙ্ক বিজয়া। কালীপদ, তুমি তোমার কাজে যাও । তাকে যা বলবার আমি নিজেই বলবো । কালীপদর প্রস্থান বিলাস । ( শ্লেষ করিয়া ) কেন বাবা তুমি মিথ্যে অপমান হ’তে গেলে ? ওঁর হয়তো এখনো কিছু দেখিয়ে নিতে বাকী আছে । (রাসবিহারী নীরব) আমরাও অনেক রকম microscope দেখেছি বাবা, কিন্তু হে হে ক’রে হাসবার বিষয় কোন টার মধ্যে পাইনি । বিজয় তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাসবিহারীকে বিজয় । আমার সঙ্গে কি আপনার কোন বিশেষ কথা আছে কাকাবাবু ? রাস। (অলক্ষ্যে পুত্রের প্রতি ক্রুদ্ধ কটাক্ষ করিয়া ধীরভাবে ) কথা আছে বৈ কি মা । কিন্তু কিনবে বলে কি ওকে সত্যি কথা দিয়ে ফেলেছে ? সে যদি হয়ে থাকে তো নিতেই হবে। দাম ওর যাই হোক তবু নিতে হবে। সংসারে ঠকাজেতাটাই বড় কথা নয়, বিজয়ী, সত্যটাই বড়। সভাম্রষ্ট হতে তে। তোমাকে আমি বলতে পারবো না । বিলাস । তাই ব’লে ঠকিয়ে নিয়ে যাবে ? রাস। যাক । নিক ও ঠকিয়ে । জগদীশের ছেলের কাছে এর বেশি প্রত্যাশা কোরো না বিলাস । কালীপদ গিয়ে বলে আসুক কাল এসে যেন কাছারী থেকে টাকা নিয়ে যায়। বিজয় । যা বলবার আমিই তাকে বলবে। আর কারো, বলার আবশ্বক নেই কাকাবাবু।
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।