পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়া 登夺 অপ্রিয় কথা আমি নিজেও আপনাকে বলেছি, ওঁরাও ব’লে গেলেন। কি জানি কার মুখ দেখে আজ আপনার প্রভাত হয়েছিল ! বিজয় । তার মুখ দেখেই যেন আমার প্রতিদিন ঘুম ভাঙে নরেনবাবু! বাইরে দাড়িয়ে আপনি সমস্ত কথা নিজেই শুনতে পেয়েছেন ব’লেই বলছি যে আপনার সমন্ধে তারা যে সব অসম্মানের কথা ব’লে গেলেন সে তাদের অনধিকার চর্চা । কাল আমি তাদের সেকথা বুঝিয়ে দেবো । নরেন। তার আবশ্বক কি ? এ সব জিনিসের ধারণ নেই ব’লেই তাদের আমার উপর সন্দেহ জন্মেছে—-নইলে আমাকে অপমান করায় তাদের লাভ নেই কিছু। কিন্তু রাত হয়ে যাচ্ছে আমি যাই এবার । বিজয়া । কাল কি পরশু একবার আসতে পারবেন না ? নরেন । কাল কি পরশু ? কিন্তু তার তো আর সময় হবে না । কাল আমাকে কলকাতায় যেতে হবে । সেখানে দু’তিন দিন থেকেই এটা বিক্রি করে চলে যাবে। আর বোধ করি দেখা হবে না । বিজয়ার দুই চক্ষু জলে ভরিয়া গেল, সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কহিতে { একটু হাসিয়া ) আপনি নিজে এত হাসাতে পারেন আর আপনারই এত সামান্ত কথায় রাগ হয় । আমিই বরঞ্চ একবার রেগে উঠে আপনাকে মোট বুদ্ধি প্রভৃতি কত কি ব’লে ফেলেছি। কিন্তু তাতে তে রাগ করেন নি ; বরঞ্চ মুখ টিপে