পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ a বিজয়। দ্বিতীয় অঙ্ক হাসছিলেন দেখে আমার আরও রাগ হচ্ছিল । কিন্তু দেখা যদি আর আমাদের নাও হয় আপনাকে আমার সৰ্ব্বদা মনে পড়বে | বিজয়ী মুখ ফিরাইয়। অশ মুছিতে গিয়। নরেনের চোখে পড়িয় গেল। uস ক্ষণকাল সবিস্ময়ে নিরীক্ষণ কবিয়া এ কি ! আপনি কঁাদছেন যে । না—না, এটা নিতে পারলেন না ব’লে কোনো দুঃখ করবেন না কলকাতায় আমি সত্যিই বেচতে পারবো, আপনি ভাববেন না। এই বলিয়া সে বাক্সটি ধীরে ধীবে হাতে তুলিয়া লইল - rk الله (wر -Y' 3, বিজয় না আমি দেব না, ওটা আমার রেখে দিন । কান্না চাপিতে না পারিয়া টেবিলের উপর মাইক্রোস্বেীপটির উপর মুখ গুজিয়া পড়িয়া কঁদিতে লাগিল। নরেন হতবুদ্ধি ভাবে একটু দাড়াইয়৷ Pীরে ধীবে চলিয়া গেল ।