৬২ বিজয়া দ্বিতীয় অঙ্ক ১য়। ত্রিশ টাকা কি বলছেন প্রভাতবাবু ? বনমালীবাবুর এষ্ট্রেটে তাকে সামান্ত কি একটু কাজও করতে হবে, শুনেছি সত্তর টাকা করে দেওয়া হবে । বাড়ী ভাড়া তো লাগবেই না । ১ম । বলেন কি ? সত্তর টাকা । ঈশ্বর তার মঙ্গল করুন । ১য। তা ছাড়া বনমালীবাবুর মেয়েটি শুনেছি যেমন সুশীলা তেমনি দয়াবতী। প্রসন্ন হ’লে একশো টাকা হওয়াও বিচিত্র নয় । ১ম । এক—শো ? পল্লীগ্রামে তো কোন খরচই নেই। এক শো ! ঈশ্বর তাব মঙ্গল করুন। বড় সুসংবাদ । একটু দ্রুত চলুন। তার প্রাতঃকালীন উপাসনায় যেন যোগ দিতে পারি । 「 ৩য়, ৪র্থ ও ৫ম ভদ্রব্যক্তির প্রবেশ। সঙ্গে দুইজন মহিলা o ৩য়। এ বিরাহ যদি ঘটে বানালীবাবুর কন্ত ভাগ্যবর্তী —এ কথা বলতেই হবে। বিলাসবিহারী অতি স্থপাত্র। যেমন বলবান তেমনি উদ্যমশীল। যেমন ভগবৎ ভক্তি তেমনি স্বধৰ্ম্মনিষ্ঠ। "সমাজের উদীয়মান স্তম্ভ স্বরূপ বললেও অত্যুক্তি হয় না । /আধুনিক কালের শিথিল-বিশ্বাস স্ট্রষ্টাচারী বহু মূলকের তিনি দৃষ্টান্তস্থল। ৪র্থ। বনমালীবাবুর সম্পত্তি কি বেশ বড় ? ) ৩য় । বড় ? অগাধ । যেমন জমিদারী তেমনি নগদ
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।