পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wybr বিজয়া দ্বিতীয় অঙ্ক ওই তার একমাত্র কন্যা বিজয়ী, পিতার সবর্ব গুণের অধিকারিণী ! আর ঐ আমার পুত্র বিলাসবিহারী, কৰ্ত্তব্যে কঠোর, সত্যে নির্ভীক । এর বাইরে এখনো আলাদা হলেও অন্তরে— ই, আরও একটি শুভদিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে । দয়াল । ( অফুট স্বরে ) ওঁ স্বস্তি। রাস । মা বিজয়, ইনিই তোমার মন্দিরের ভাবী আচার্য দয়ালচন্দ্র, একে নমস্কার কর । আর এরা তোমার সম্মানিত পূজনীয় অতিথিগণ, এর বহুক্লেশ স্বীকার করে তোমাদের পুণাকার্য্যে যোগ দিতে এসেছেন, এদের সকলকে নমস্কার কর । বিজয়া হাত তুলিয়া নমস্কার করিল। বৃদ্ধ দয়াল বিজয়ার কাছে গিয়া দাড়াইছো । হাত ধরিয়া বলিলেন দয়াল । এসে মা, এসো। মুখখানি দেখলেই মনে হয় যেন মা আমার কতকালের চেনা ! এই বলিয়। টানিয়া পাশে বসাইলেন—অনেকে মুখ টিপিয়া হাসিল রাস । দয়ালবাবু, আমার সহোদরের অধিক স্বৰ্গীয় বনমালীর এই শুভকৰ্ম্ম—একমাত্র কন্সার বিবাহ–চোখে দেখে যাবার বড় সাধ ছিল শুধু আমার অপরাধেই তা পূর্ণ হতে পারে নি। ( কিছুকাল নীরব থাকিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া ) কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী অভ্রাণের বেশি আর বিলম্ব করবার সাহস