পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক বিজয়া ఆసి হয় না। কি জানি আমিও ন৷ পাছে চোখে দেখে যেতে পারি । দয়াল। ( অফুটস্বরে ) ওঁ শান্তি । ওঁ শাস্তি । রাস । ( বিজয়ার প্রতি ) মা, তোমার বাবা, তোমার জননী সাধবী সতী বহু পূর্বেই স্বর্গারোহণ করেছেন, নইলে এ কথা আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হোত না । লজ্জা কোরো না মা, বল আজ এইখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী অস্ত্রাণ মাসেই আবার একবার পদধূলি দানের আমন্ত্রণ ক’রে রাখি । বিজয় । ( অব্যক্ত কণ্ঠে ) বাবার মৃত্যুর এক বৎসরের মধ্যেই কি—{ কথা বাধিয়া গেল ) রাস। ওহে!—ঠিক তো মা, ঠিক তো । এ যে আমার স্মরণ ছিল না। কিন্তু তুমি আমার মা কিনা, তাই এ বুড়োছেলের ভুল ধরিয়ে দিলে । ( বিজয়া আঁচলে চোখ মুছিল ) তাই হবে । কিন্তু তারও তে। আর বিলম্ব নেই ! ( সকলের দিকে চাহিয়া ) বেশ, আগামী বৈশাখেই শুভকৰ্ম্ম সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাক কথা রইলো । বিলাসবিহারী, বাবা বিলম্ব হয়ে যাচ্ছে এদের ওবাড়ীতে যাবার ব্যবস্থা করে দাও । আসুন আপনার । বিজয়া ব্যতীত সকলেই প্রস্থান করিলেন, দয়াল ক্ষণকাল পরেই ফিরিয়া আসিলেন দয়াল । মা বিজয়া ! বিজয়।। (চমকিত হইয়া নিজেকে সম্বরণ করিয়া) আসুন।