দ্বিতীয় অঙ্ক বিজয়৷ ዓ¢ নরেন । আর সুমুখের ঐ জানালাটা, একবার খুলে দাও, নিশ্বেস ফেলে বাচি । কালীপদ । ওটা খোলা যায় না । এখন মিস্ত্রী কোথায় পাব বাৰু ? নরেন । মিস্ত্রী কি হে ? দোর-জানাল কি তোমরা মিস্ত্রী দিয়ে খোলাও আর রাত্তিরে পেরেক ঠুকে বন্ধ করে ? কালীপদ । আজ্ঞে না, কেবল এইটেই কিছুতে খোলা যায় না । মা ক’দিন ধ’রে মিস্ত্রী ডাকতে বলছিলেন । নরেন । এমন কথা তো শুনিনি। কই দেখি ( নিকটে গিয়া টানিয়া খুলিয়া ফেলিয়া ) একটুখানি চেপে বসেছিলো । তোমার মা ঠাকরুণকে একবার ডাক । কালীপদ । এই যে আসচেন । বিজয়ী প্রবেশ করিতেই নবেন সঙ্গে সঙ্গে ফিরিয়া চাহিল নরেন । নমস্কার । বাঃ—কি চমৎকার দেখাচ্ছে আপনাকে । যে কেউ ছবি আঁকতে জানে—আপনাকে দেখে তারই আজ লোভ হবে। বিজয়া । কালীপদ, আমাকে বসবার একটা জায়গা এনে দাও । আর বলোগে বাবুর জন্যে চ করতে। এখনও চী খাওয়া হয়নি বোধ হয় ? - নরেন । না, কলকাতা থেকে সকালেই বেরিয়ে পড়েছিলুম। ষ্টেশন থেকে সোজা আসচি। কালীপদ চলিয়া গেল
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।