পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ বিজয়া দ্বিতীয় অঙ্ক বিজয়া । আপনাকে কি আমার ছবি অঁাকবার বায়ন। নিতে ডেকেছি যে আমাকে ওরকম অপদস্থ করলেন ? নরেন। অপদস্থ করলুম কোথায় ? বিজয় । চাকরদের সামনে কি ঐরকম বলে ? কাগুজ্ঞান কি একেবারে নেই ? নরেন। ( লজ্জিতমুখে ) ই, তা বটে। দোষ হয়ে গেচে সত্যি । বিজয়া । আর যেন কখনো না হয় । কালীপদ চেয়ার লইয়া প্রবেশ করিল কালীপদ । ব’লে এলুম মা । আমনি কিছু খাবার করতেও বলে আসবো ? বিজয়া । হা, বলে। গে। ( জানালার প্রতি চোখ পড়ায় ) এই যে তবু একটা কথা শুনেছিস্ কালীপদ ! কাকে দিয়ে জানালাটা খোলালি ? কালীপদ । (ইঙ্গিতে দেখাইয়া ) উনি খুলে দিলেন । এই বলিয়া সে বাহিরে গিয়া একটা ছোট টিপয় আনিয়া নস্পেনের পাশে রাখিয়৷ চলিয়! গেল বিজয় । আপনি ? কি ক’রে খুললেন ? নরেন । হাত দয়ে টেনে । বিজয় । শুধু হাতে টেনে খুলেছেন ? অথচ ওরা সবাই বলে মিস্ত্রি ছাড়া খুলবে না। আপনাব হাতটা কি লোহার নাকি ?