পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ- বিজয়া দ্বিতীয় অঙ্ক দয়া করে আপনি টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে, দিতে হবে ? নরেন । ( সলজ্জে ) না, ন—তা ঠিক নয়। তবে কিনা ওটা তো আপনার কাজে লাগলে না, তাই ভেবেছিলুম টাকা দিলেই আপনি ফিরিয়ে দিতে রাজি হবেন। বিজয় । না আমি রাজি নই। যাচাই ক’রে দেখিয়েচি ওটা অনায়াসে চারশে টাকায় বিক্রী করতে পারি। দুশো টাকায় দেবো কেন? নরেন । ( সোজা হইয়া উঠিয়া বসিয়া ) বেশ, তাই করুন গে। আমার দরকার নেই। যে দুশো টাকায় দুদিন পরেই চারশো টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাই নে । বিজয় মুখ নীচু করিয়া অতিকষ্টে হাসি দমন করিল নরেন । আপনি যে একটি ‘সাইলক' তা জানলে আসতুম না । বিজয়া। সাইলক্ ? কিন্তু দেনার দায়ে যখন আপনার বাড়ীঘর, আপনার যথাসৰ্ব্বস্ব আত্মসাৎ ক’রে নিয়েছিলুম, তখন কি ভাবেন নি আমি সাইলক ? নরেন। না ভাবি নি, কেন না তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দু’জনে ক’রে . গিয়েছিলেন। আমরা কেউ তার জন্যে অপরাধী নই। আচ্ছ। আমি চললুম। বিজয়ী। যাবেন কি রকম ? আপনার জন্তে চা করতে গেছে না ?