পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bre বিজয়৷ দ্বিতীয় অঙ্ক বিজয়া । একথা মনে থাকে যেন । কিন্তু আপনার জন্মোই যখন আমার দেরি হয়ে গেলো, বেরোনো হ’ল না— তখন আপনারও চলে যাওয়া হবে না । কিন্তু আপনি নিশ্চয় হাত দেখতে জানেন । নরেন। জানি । কিন্তু কার দেখতে হবে ? আপনার ? বিজয় । ( সহসা নিজের হাত বাড়াইয়া দিয়া ) দেখুন তেী, অামার জ্বর ੁਝ কিনা ৷ নরেন । ( হাত ধরিয়া ) সত্যিই তো আপনার জ্বর ! ব্যাপার কি ? বিজয় । কাল রাত্তিরে একটু জর হয়েছিল ! কিন্তু ও ?「? * 。。 * কিছুই নয়! আমার জন্তে কিন্তু সেই পরশ .2 & به از راه C . ه») ۹ مه ۲ دی ۹ ه) : &লৈটাকে উী জাপাদ জানেন তিনদিন থেকে তার খুব জ্বর । এখানে ভাল ডাক্তার নেই ! কালীপদ ! কালীপদর প্রবেশ পরেশের মাকে বল তো পরেশকে এখানে নিয়ে আমুক । নরেন । নী, আনবার দরকার নেই। কালীপদ, চল তে৷ পরেশ কোথায় শুয়ে আছে আমাকে নিয়ে যাবে। কালীপদ । চলুন ! নরেন ও কালীপদ প্রস্থান করিলে নলিনী প্রবেশ করিল নলিনী । নমস্কার! আমার নাম নলিনী! দয়ালবাবু আমার মামা হন। বিজয় । ও আপনি ? বলুন, সেদিন মন্দির প্রতিষ্ঠার