পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

을 বিজয়৷ প্রথম অঙ্ক পিতৃঋণ শোধ করতে পাবে, ভাল, না পারে আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত । বস্তুতঃ ছেড়ে দেবার আমাদের অধিকাব নেই , কারণ, এই টাকায় আমরা অনেক সৎকাৰ্য্য করতে পাবি, সমাজের কোন ছেলেকে বিলেত পৰ্য্যস্ত পাঠাতে পারি—ধৰ্ম্মপ্রচারে ব্যয় করতে পারি—কত কি করতে পারি—কেন তা না করব বলুন ! আপনার সম্মতি পেলেই বাবা সব ঠিক কবে ফেলবেন। বিজয় একটু ইতস্ততঃ করিতে লাগিল না না, আপনাকে ইতস্ততঃ করতে আমি কিছুতেই দেব না । দ্বিধা দুৰ্ব্বলতা পাপ, শুধু পাপ কেন মহাপাপ। আমি মনে মনে সঙ্কল্প কবেছি, আপনার নাম কবে—যা কোথাও নেই, কোথাও হয়নি—আমি তাই করব । এই পাড়াগায়ের মধ্যে ব্ৰহ্মমন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্থ লোকগুলোকে ধৰ্ম্ম শিক্ষা দেব। আপনি একবাব ভেবে দেখুন দেখি, এদের অজ্ঞতার জ্বালায় বিপন্ন হয়ে আপনার পিতৃদেব দেশ ছেড়েছিলেন কি না ? তার কন্যা হয়ে আপনাব কি উচিত নয়, এই নোৰল প্রতিশোধ নিয়ে তাদের এই চরম উপকার করা ? বলুন, আপনিই একথার উত্তর দিন ? (বিজয়া নিরুত্তর ) সমস্ত দেশের মধ্যে একট। কত বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে ভাবুন দেখি ! সৰ্ব্বসাধারণকে স্বীকার করতেই হবেসে ভার আমার—যে আমাদের সমাজে মানুষ অাছে, হৃদয় । আছে, স্বাৰ্থত্যাগ আছে। যাকে তারা নিৰ্য্যাতন করে দেশছাড়া করেছিল, সেই মহাত্মার মহীয়সী কস্ত, শুধু তাদের 5 پ84 ۶ ٪ 4 %٤ټ ;ي s که به جهs as tھ* ميه نو ه به بها فيه لماي؟