পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়া দ্বিতীয় অঙ্ক "ליל দয়াল। আমিও যে মাকে একবার দেখতে চাই কালীপদ । জ্বর শুনে যে বড় ভাবনা হ’লো । কালীপদ । কিন্তু মা আমাকে বারণ ক’রে দিয়েছেন তিনি নিজে না ডাকলে কেউ না তাকে ডাকে । আমি গেলে হয় ত রাগ করবেন। রাস । রাগ করবে ? সে কি কথা ? জর যে । সমস্ত ভার, সমস্ত দায়িত্ব যে আমার মাথায় । বিলাসকে কেউ ছুটে গিয়ে খবর দিয়ে আসুক । আজ তারও শরীর ভালো নয়, বাড়ীতেই আছে। কিন্তু সে বললে কি হবে—শীগগির এসে একটা ব্যবস্থা করুক। শহরে গাড়ী পাঠিয়ে আমাদের অকিঞ্চনবাবুকে একটা কল দিক । না হয় কলকাতায়—আমাদের প্রেমাঙ্কুর ডাক্তার—চলুন চলুন দয়ালবাবু, যাই আমরা, সময় যেন না নষ্ট হয়। দয়াল। ব্যস্ত হবেন না রাসবিহারীবাবু, জগদীশ্বরের কৃপায় ভয় কিছু নেই । নরেন নিজে যখন দেখে গেছে—ভাবনার বিষয় হ’লে সে নিশ্চয়ই আপনাকে একটা সংবাদ দিতে ব’লে দিত । রাস । নরেন দেখে গেছে ? কি জানে সেটা ? বলিতে বলিতে তিনি দ্রুতপদে প্রস্থান করিলেন । পিছনে পিছনে গেলেন দয়াল এবং কালীপদ