Se বিজয়৷ দ্বিতীয় অঙ্ক বিলাস। এই শূয়ার, এই জানোয়ার—একটা চেয়ার আন । ۹es কালীপদ ভয়ে হতবুদ্ধি হইয়া রহিল রাস । ( গম্ভীর ভাবে ) ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসে কালীপদ । বাবুকে বসতে দাও (নরেন উঠিয়া পড়িল, শান্তকণ্ঠে বিলাসের প্রতি) রোগ মানুষের ঘর—আমন hasty হয়ে না বিলাস ! temper lose করা কোনও ভদ্রলোকের পক্ষেই শোভা পায় না। কালীপদ চেয়ার লইয়া প্রবেশ করিল বিলাস । মানুষ এতে temper lose করে না তো করে কিসে শুনি ? হারামজাদ চাকর বলা নেই, কওয়া নেই এমন একট। অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে, যে ভদ্রমহিলার সম্মান পৰ্য্যন্ত রাখতে জানে না । বিজয়ার জ্বরের ঘোরটা হঠাৎ ঘুচিয়া গেল। নরেনের হাত ছাড়িয়া সে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল রাস। আমি সব বুঝি বিলাস, এ ক্ষেত্রে তোমার রাগ হওয়াট। যে অস্বাভাবিক নয়—বরঞ্চ খুবই স্বাভাবিক তাও জানি, কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে, সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি ভদ্র রীতি, নীতি, আচার-ব্যবহার জানতেী—ত হ’লে ভাবনা ছিল কি ? সেই
পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।