পাতা:বিদায়-আরতি.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



বিদায়-আরতি

চুপ চুপ—ওই ডুব
দ্যায় পানকৌটি,
দ্যায় ডুব টুপ টুপ
ঘোম্‌টার বউটি।
ঝক্‌ঝক্‌ কলসীর
বক্‌বক্ শোন্‌ গো,
ঘোম্‌টায় ফাঁক বয়
মন উন্মন্‌ গো।
তিন-দাঁড় ছিপখান্‌
মন্থর যাচ্ছে,
তিন জন মাল্লায়
কোন্‌ গান গাচ্ছে?
 *   *   *
রূপশালি ধান বুঝি
এইদেশে সৃষ্টি,
ধূপছায়া যার শাড়ী
তার হাসি মিষ্টি।
মুখখানি মিষ্টি বে
চোখদুটি ভোম্‌রা
ভাব-কদমের—ভরা
রূপ দ্যাখো তোমরা!
ময়নামতীর জুটি
ওর নামই টগরী,
ওর পায়ে ঢেউ ভেঙে
জল হ’ল গোখ্‌রী!

৯৮