পাতা:বিদায়-আরতি.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি রাজপুরুষেরা প্রজারে বাচাৰে চোর-ডাকাতের হাতে, কে বলে। প্রজারে রক্ষিবে রাজ পুরুষের উৎপাতে ? রক্ষক যদি হয় ভক্ষক কে দিবে তাহারে সাজা ? রাজপুরুষের রাহু-ক্ষুধা হ’তে প্রজারে বাচাবে ?– রাজা । এই তো রাজার প্রধান কৰ্ম্ম, এ বিধি সুপ্রাচীন, এই ধৰ্ম্মের করিব পালন মানিব না ধনী দীন । গরীবের প্রাণ, আমীরের প্রাণ,— সমান যে জন জানে, সর্দারী তারি—সুলতানী তারি— দুনিয়ার মাঝখানে ; গরীবের প্রাণ তুচ্ছ যে মানে অরি তার ভগবান, কোড়ার প্রহারে প্রাণ যে নিল, সে কোড়াতেই দিবে প্রাণ ! আর যারা তাজ মুলুকের তাজ রাজার নিয়োগ পেয়ে, ছোটোর নালিশ তোলে নাই কানে বড়দের মুখ চেয়ে, খুনের খবর গুম্‌ ক’রে যারা রেখেছে রাজার কাছে, )、ミ