পাতা:বিদায়-আরতি.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-অর্ণরতি আর যমকে তো লোকে বলেই শু্যালক— তাই বাধিল না সম্পর্কেতে । ( কোরাস ) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং Inter-caste marriage hang ! পাতিল-বিল বাতিল—এই— ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং । হু হু ঠাণ্ডা করিয়া দিয়াছি,—ওকি ও ! ফের লোকগুলা আসে যে বুকে, বলে হরের ঘরণী গঙ্গা কেমনে করিল বরণ শান্তমুকে ? বলি অত খবরে কি দরকার শুনি তামাসা পেয়েছে ? ভারি যে ইয়ে ? গঙ্গার কথা গঙ্গা জানেন, যা না সেথা দড়ি কলসী নিয়ে ! হেসে কুটিকুটি, ভারি যে আমোদ, ফষ্টিনষ্টি সবারি কাছে ? বলি যাওনা ঢেউয়ের বহর দেখ গে, হু হু হা-করা মকর মুখিয়া আছে । ( কোরাস ) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং Inter-caste marriage hang ! পাতিল-বিল বাতিল—এই— ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং । Sలి: