পাতা:বিদায়-আরতি.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে শৈলের পৈঠায় এস তমুগাত্ৰা ! পাহাড়ের বুক-চেরা এস প্রেমদাত্ৰী ! পাল্লার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ-চু্যতা গঙ্গার প্রায় গো, স্বর্গের সুধা আনো মৰ্ত্ত্যে সুপর্ণা ! ঝর্ণা ! মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে ওলো চঞ্চল। ! তোর পথ হ’ল ছাওয়া যে ! মোতিয়া মতির কুড়ি মূরছে ও-অলকে ; মেখলায়, মরি মরি, রামধন্থ ঝলকে ! তুমি স্বপ্নের সখী বিদ্যুৎপর্ণ । ঝর্ণা ! কে চির-চেনার চমক নিয়ে চির-চমৎকার নতুন দুটি ভ্রমর-কালো চোখে কে এলে গো হোরার মেলায় দৃষ্টি-অলঙ্কার বৃষ্টি ক’রে পুলক স্বর্ণালোকে ! কে এলে গো অশোক-বীথির ছায়ায় ছায়ায় আজি নিঃশ্বাসে পাই তোমার নিশাসখানি । পদ্মগন্ধা কে সুন্দরী জাফরাণে মুখ মাজি’ হাওয়ার পিঠে গেলে আঁচল হানি’ । > 3 >