পাতা:বিদায়-আরতি.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি s বাজা রে শঙ্খ, সাজা দীপমালা, | হাতে হাতে আজি মিলা রে ভাই ***" } ভারতে নেশান-নিশান উদয়— t এসেছে সময় দেরী তো নাই । ভেদের চিহ্ন কর হে ছিন্ন, কুণ্ঠ ঘুচাও, জাগাও ফুৰ্ত্তি, ভারত ব্যাপিয়া হউক উদয় এক অখণ্ড সঙ্ঘ-মূৰ্ত্তি । প্রেমের সূত্র হোক আমাদের ঐক্যের রাখী—রার্থী আদিম,— প্রতি পাশীর সদরা যেমন, প্রতি ইহুদীর তিফিল্লিম্। বৃহৎ হবার জ্ঞানেরে জাগাও— ব্রহ্মের জ্ঞান সবারি হোক, যে প্রণবে প্রাণে নবীনতা দানে সে প্ৰণবে দেশ হোক অশোক হোক জগতের বৃহৎ ক্ষেত্রে দ্বিতীয় জন্ম অামা-সবার, হোক দ্বিজ আজ নিখিল-হিন্দু, দাও খুলে দাও সকল দ্বার । সংস্কারের সঙ্কোচে ভরা দীন আত্মারে দাও অভয়, সকল দৈন্ত করিয়া বিনাশ মহাজাতি-রূপে হও উদয় । > (tbr