পাতা:বিদায়-আরতি.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোরাস বিদায়-আরতি বাজ রে শঙ্খ, সাজ দীপমালা, হাতে হাতে আজি মিলা রে ভাই । ভারতে উদয় মহা মহিমার— এসেছে সময় দেরী তে নাই । তোদেরি ঘিরিয়। খণ্ড ভারতে মহান জাতির হইবে স্মৃষ্টি, গ্রীকরাণী সহ চন্দ্র গুপ্ত করিবে মাথায় পুষ্পবৃষ্টি, অণশিসিবে তোরে কণাদ কবষ মহীদাস-মাতা পুণ্যবতী, কল্যাণ তোর করিবে কণমন তপতী এবং সত্যবতী । বিশ্বামিত্র করিবে অশিস ল’য়ে বশিষ্ঠ-সু তারে বামে— ংশ যাহার কনৌজে বিদিত পূজিত আৰ্য্য-মিশ্র নামে । বিষ্ণু ও রম, রুদ্র ও উমা, সূৰ্য্য-ছায়ার অমোঘ বরে সার্থক হবে নব-ভারতের এ মহা-মিলন অবনী পরে। বহিবে যুক্তবেণী ঘরে ঘরে ঘুচায়ে বর্ণ-ভেদের গ্লানি, ঘরে ঘরে, ভাই, কানাই বলাই, হবে যশোমতী ভারত-রাণী o وی هم