পাতা:বিদায়-আরতি.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

একটি চামেলীর প্রতি

চামেলি তুই বল্‌,—
অধরে তোর কোন রূপসীর
রূপের পরিমল!


কোন্‌ রজনীর কালো কেশে
লুকিয়েছিলি তারার বেশে,
কখন খ’সে পড়লি এসে
ধূলির ধরাতল!


কোন্‌ সে পরী গলার হারে
রেখেছিল কাল তোমারে,
কোন প্রমদার সুধার ভারে
টুপ্‌ টুপে তোর দল!


কোন্‌ তরুণীর তরুণ মনে
জাগ্‌লি রে কোন্‌ পরম ক্ষণে,
বাইরে এলি বল্‌ কেমনে
সঙ্কোচে বিহবল!


সুন্দরী কোন্‌ বাদশাজাদীর
কামনা তুই মৌন-মদির,
বান্দা-হাটের কোন্‌ সে বাঁদীর
তুই রে আঁখিজল!

২২