পাতা:বিদায়-আরতি.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সর্ব্বদমন

মহিষী! সে মুঢ়ে এনেছি প্রাসাদে—
নিকটে নজর-বন্দী আছে;
পীযূষ পিয়েছে যার কাছে, আজ
বিষ পিষে সেই তাহারি কাছে।
স্থির হও,... ওকি? দৃঢ় কর মন,...
ছেলে সে আমারে,... দ্যাখো আমারে,...
গুপ্ত হত্যা করিতে না কহি
বিষ ব’লে বিষ পিয়াবে তারে।
কুৎসিত এই অঙ্গের ব্রণ—
মমতা কোরে না অস্ত্রাঘাতে;
কুশ্রী করেছে সুনাম মোদের
কুশ্রী করেছে মানুষ-জাতে।
সেই সন্তান—শতদিকে যেই
ত্রি-কুলের খ্যাতি বাড়ায়ে তোলে,
নিন্দা-পঙ্কে ডোবায় যে নাম
তারে মানিবে কে পুত্র ব’লে?
দ্বিজাতি ক্ষত্র; দ্বিতীয় জন্ম
লভে সে ধর্ম্ম যুদ্ধ ক’রে;
বীরে ও খুনীতে ভেদ যে মানে না
ঠাই নাই তার দুনিয়া-ভোবে।
ঘৃণ্য সেজন কর্কশা-মন
কৃপায় কৃপণ কৃপাণ-পাণি,
কৃপা ক’রে তার দণ্ডের ভার
তোমার হস্তে দিতেছি রাণী!
দয়া করিয়াছি তোমার পুত্রে—
বধ্য মঞ্চে যাব না নিয়ে,

৩৩