পাতা:বিদায়-আরতি.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বর্ষার মশা

জুড়ে বসে হের রক্ত-পায়ীরা
মধুপের অধিকারে!
বিশ্রাম নাই ‘পঙ’ ‘পিঙ’ ‘পাঁই’
রব করে ফিরে ঘুরে,
“মোরাও ভোম্‌রা” ভণিতা করিয়া
ভণে যেন নাকী সুরে।
বিকট জরার শাকটিক ওরা
রোগের বাহন জানি,
সহসা ওদের হেরে বাণী-গেহে।
মনে আতঙ্ক মানি।
মানসের জল হ’ল কি গরল?
হৃদয় কঁপিছে ত্রাসে।
বাণীর চরণ ঘিরিল কি এরা
পেট পোরাবার আশে।”
হেসে বাণী কন্‌—“কেন্‌ উন্মান
কমল-লোভন, ওরে!
ঘোলাটে রাতের অপচার ওরা,
প্রভাতেই যাবে স’রে।
রবির আপলোয় ঘোর অণপত্তি
সত্যি ওদের আছে,
কোনো ভয় নাই, পেচকের হাই
ভোরাই আলোর আঁচে—
হবে অদৃশ্য; তাড়াতে হবে না
কিটিঙের গুঁড়া দিয়া,
হবে না তা ছাড়া, মশার কামড়ে
ভোম্‌রার ম্যালেরিয়া।”

৪১