পাতা:বিদায়-আরতি.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

স্কন্দ-ধাত্রী

পীযূষ সনে কে পিয়ালি প্রাণের জ্বালা রে,
ছয় বোনেরি গলায় মোদের জ্বালার মালা রে!
অকারণে নির্ব্বাসিত স্বামীর সন্দেহে;
অন্যায়েরি দহন দহে মোদের মন দেহে।
স্পষ্ট ক’রে ভাব্‌তে না চাই, ভাব লে হারাই জ্ঞান,
অভিশাপের তাপে পাছে হয় রে অকল্যাণ।
অগ্নিকে হায় তুষলে স্বাহা মোদের রূপ ধ’রে,
ঋষির মনে লাগ্‌ল ধোঁকা, দিলেন দূর ক’রে,
সন্দেহে মন বিষিয়ে গেল স্বামী হলেন পর,
ঋষি স্বামীর পুরুষ-রিষে বিষম আথান্তর।
ঘর হারালাম বর হারালাম আমরা ছ’জনা,
পণ্ড হ’ল নারী-হিয়ার শিশুর কামনা!
প্রাণের যে সাধ,—আচম্বিতে পঙ্গু নেহারি,
আকাশে নিশ্বাসের জ্বালা বিফল বিথারি।
ক্ষুব্ধ শরীর ক্ষুব্ধ শোণিত ক্ষোভের পীযূষ পান
কর্‌ছে কুমার, অন্যায়ে সে কর্‌বে অবসান।
বাছা ওরে কার্ত্তিকেয়! তুলাল কৃত্তিকার,
সুরাসুরের কর্‌বে তুমি অন্যায়ে সংহার।
 * * *
রুদ্র-তেজে জন্মেছে যে আভ্যুদয়িক তার,
সময় ব’য়ে যায় যে, দ্যাখা নাইক পুরোধার;
কই পুরোহিত? কই পুরোহিত? অন্বেষি মহী,
ঐ যে ঋষি বিশ্বামিত্র বিশ্ববিদ্রোহী!
উনিই হবেন যাজক মোদের সকল ক্রিয়াতে;
পারেন উনি আপন গুণে শক্তি চীয়াতে;

৪৫