পাতা:বিদায়-আরতি.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

দৈব-জয়ী ঐ যে মুনি, ঐ যে তপোধন,—
ছয় বোনে চল্‌ প্রণাম করি, জানাই নিবেদন।
 * * *
আভ্যুদয়িক না হ’তে শেষ কাণ্ড এ কি, হায়,
দিগ্‌গজেদের পাক্‌ড়াতে শুঁড় দামাল ছেলে ধায়!
পাঁচোট্‌ পূজার দিন বাছনি আছ্‌ড়ালে হাতী,
আচোট আকাশ উঠল কেঁপে চাঁদ-তারার পাতি।
কাঁপ্‌ল সাগর আর ধরাধর বাসুকী চঞ্চল,
স্বস্তি না পায় অস্থিরতায় ত্রস্ত অসুরদল।
রুদ্র-শিশুর শক্তি-দাপে কাঁপে অসুর-রাজ;
তারক হেরে মারক গ্রহ শিশুর দেহে আজ।
বালক-বীরের আলীক ভয়ে ইন্দ্র ব্যাকুল-মন,
হাজার আঁখি মেলে কেবল দ্যাখে অলক্ষণ!
তারক-নিপাত রইল মাথায়, রক্ত নয়নে—
বজ্র নিয়ে ইন্দ্র এলেন শিশুর দমনে।
অসুরে যে রাজ্য নেছে, নাই সে খয়াল হায়;
রোষের ভরে শিশুর ’পরে বজ নিয়ে ধায়।
বাছার গায়ে বাজ হানে রে!...বুজ্‌তে গেলাম চোখ,
মুদ্‌ল না নক্ষত্র-নয়ন—পড়্‌ল না পলক!
দেখতে হ’ল বাধ্য হ’য়ে...কিন্তু কী দেখি!...
বিস্ময়ে বাক্‌রুদ্ধ,—অবাক্‌— কুমার করে কী।
বজ্র লুফে ধর্‌ল হাতে—আঙুল চিরে তার
পড়্‌ল যত বিন্দু তত রুদ্র-অবতার;
হুঙ্কারে দিক্‌ কাঁপিয়ে দাঁড়ায় কুমারকে ঘিরে
রুষ্ট চোখে ওষ্ঠ চেপে উদ্ধত শিরে।

৪৬