পাতা:বিদায়-আরতি.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সেবা-সাম

ঘর-ঘর দৌলত! ইজ্জৎ ঘর-ঘর।
ঘর-ঘর হিম্মৎ,—আপনায় নির্ভর।
গুজরাট্‌-পাঞ্জাব-বাংলায় সাড়া—
দাঁড়া আপনার পায়ে দাঁড়া!



সেবা-সাম

আলগ্‌ হ’য়ে আল্‌গোছে কে আছিস্‌ জগতে—
জগন্নাথের ডাক এসেছে আবার মরতে।
তফাৎ হ’য়ে তফাৎ ক’রে নাইক মহত্ত্ব,
দশের সেবায় শূদ্র হওয়াই পরম দ্বিজত্ব!
পিছিয়ে যারা পড়ছে তাদের ধ’রে নে ভাই হাত,
মিলিয়ে নেব কণ্ঠ আবার চল্‌ব সাথে সাথ,
জগন্নাথের রথ চলেছে, জগতে জয় জয়,—
একটি কণ্ঠ থাক্‌লে নীরব অঙ্গহানি হয়;
সাথের সাথী পিছিয়ে রবে,—কাঁদবে নাকি মন?
এমন শোভাযাত্রা যে হায় ঠেক্‌বে আশোভন।

 *   *   *

চিত্তময়ী তিলোত্তম ভাবাত্মিকা মোর,
মর্ত্তে এস নন্দনেরি নিয়ে স্বপন-ঘোর;
তোমার আঁখির আমল আভায় ফুটাও অন্ধ চোখ
আদর্শেরি দর্শনেতে জনম সফল হোক্‌।
জাগ কবির মানসরূপে বিশ্ব-মনস্কাম,—
সর্ব্বভুতে আত্মবোধে মহান্‌ সেবাসাম।

 *   *   *

৭৭