পাতা:বিদায়-আরতি.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

বেঁচে ম’রে থাক্‌ব না আর আলগ্‌—আল্‌গোছে;
লগ্ন শুভ, রাখব না আজ শঙ্ক- সঙ্কোচে।
বাড়িয়ে বাহু ধর্‌ব বুকে, রাখব মমত্ব,
মোদের তপে দগ্ধ হ’বে শুষ্ক মহত্ত্ব।
মোদের তপে কোঁকড়া কুঁড়ির কুষ্ঠা হ’বে দূর,—
শতদলের সকল দলের ফুর্ত্তি পরিপূর।
জগন্নাথের রথ চলিল, উঠেছে জয়রব,
উদ্বোধিত চিত্ত,—আজি সেবা-মহোৎসব।



মহানামন্‌

(প্রথম হলক)

“রাজা নেই ব’লে অরাজক নয়
কপিলবাস্তু পুরী,
সন্তাগাবের সন্তেরা আছে,
বাজা ওর বাজা তুরী।
নগর-জ্যেষ্ঠ শ্রীমহানামন্‌
আদেশ করেন সবে,—
রাজদস্যুর এই দস্যুতা
নিরোধ করিতে হবে।
কোশল-ভূপতি প্রসেনজিতের
তনয় পিতৃঘাতী—
বৃদ্ধ পিতার রাজ্য হরিয়া
দেমাকে উঠেছে মাতি;

৮০