পাতা:বিদায়-আরতি.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহানামন্‌

হাতে হাতিয়ার, শক্ররে তবু
মারিবে না কেউ প্রাণে।
হাজারে হাজারে বুদ্ধের জ্ঞাতি
চলেছে মরণ ভেটে,
হাস্য-বদনে মরিছে শাক্য
মৃত্যুর কান কেটে।

(তৃতীয় হল্‌কা)



সন্ধ্য আসিল, ক্ষণিক সন্ধি
আনিল অন্ধকার,
শাক্য-দুর্গে তুর্য্য ধ্বনিল—
ফেরো সবে এইবার।
শাক্য-কুলের মৌমাছি ওরে!
মৌচাকে দে রে চাবি,
হের বিব্রত শ্রাবস্তি-সেনা
হস্তী মদস্রাবী।
আসমান রণ চলে কতখন?
এইবার ফিরে আয় —
শাক্য-গড়ের কোমর-কোঠায়
বাজে তূরী উভরায়।
পড়ে অর্গল দুর্গ-দুয়ারে,
পরিখায় ফোলে জল,
কান-কাটা সেনা কান দাবী ক’বে
করে দূরে কোলাহল!
প্রাণ-হারা সেনা সেই কোলাহল
শুনিবারে নাহি পায়—

৮৫