ԳԵ- বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা তৎকালে তিনি আতিশয় বৃদ্ধ হইয়াছিলেন, তথাপি র্তাহীদের প্রস্তাবে সম্মত হইলেন, এবং, জাহাজে আরোহণ করিয়া, ১৮০৫ খৃঃ অব্দের ৩০এ জুলাই, কলিকাতায় উত্তীর্ণ হইলেন। তিনি, কালবিলম্ব না করিয়া, ভারতবর্ষীয় ভূপতিদিগের সহিত সন্ধিস্থাপন করিবার নিমিত্ত, পশ্চিম অঞ্চলে গমন করিলেন । কিন্তু তিনি পশ্চিম অভিমুখে যত গমন করিতে লাগিলেন, ততই শারীরিক দুৰ্ব্বল হইতে লাগিলেন ; পরিশেষে, গাজীপুরে উপস্থিত হইয়া, ঐ বৎসরের ৫ই অক্টোবর, কলেবরপরিত্যাগ করিলেন । ইংলণ্ডে র্তাহার মৃত্যুসংবাদ পহুছিলে, ডিরেক্টরের, তাহার উপর আপনাদের অনুরাগ দর্শাইবার নিমিত্ত, তাহার পুত্রকে চারি লক্ষ টাকা উপহার দিলেন। কৌন্সিলের প্রধান মেম্বর সর জর্জ বালে সাহেব গবর্ণর জেনেরলের পদে প্রতিষ্ঠিত হইলেন । ডিরেক্টরের তাহাকে এই উচ্চ পদে নিযুক্ত করিলেন ; কিন্তু রাজমন্ত্রীরা কহিলেন, এই পদে লোক নিযুক্ত করা আমাদের অধিকার । এই বিষয়ে বিস্তর বাদানুবাদ উপস্থিত হইল। পরিশেষে, লার্ড মিণ্টোকে গবর্ণর জেনেরলের পদে নিযুক্ত করাতে, সে সমুদয়ের মীমাংসা হইয়া গেল । সর জর্জ বালো সাহেবের অধিকারকালে, গবর্ণমেণ্ট শ্ৰীক্ষেত্রযাত্রীদিগের নিকট মাসুল আদায়ের, ও মন্দিরের অধ্যক্ষতার, ভার স্বহস্তে লইয়াছিলেন । যাত্রীর সংখ্যাবৃদ্ধির নিমিত্ত, নানা উপায় করা হইয়াছিল । ইহাতে রাজস্বের যথেষ্ট বৃদ্ধি হয়। তৎকালে এই যে প্রথা প্রচলিত হইয়াছিল, উহ। প্রায় ত্রিশ বৎসরের অধিক প্রবল থাকে । লার্ড মিণ্টো বাহাদুর, ১৮০৭ খৃঃ অব্দের ৩১এ জুলাই, কলিকাতায় উত্তীর্ণ হইলেন । তিনি, ১৮১৩ খৃঃ অব্দের শেষ পর্য্যন্ত, রাজশাসন সম্পন্ন করিয়াছিলেন । এই সময় মধ্যে, বাঙ্গাল দেশে রাজকাৰ্য্যের কোনও বিশেষ পরিবর্ত হয় নাই ; কেবল পঞ্চোত্তর মাস্থল বিষয়ে, পূর্ব অপেক্ষা কঠিন নিয়মে, নূতন বন্দোবস্ত হইয়াছিল। লার্ড কর্ণওয়ালিস সাহেব, ১৭৮৮ খৃঃ অব্দে, এই নিয়ম রহিত করিয়া যান ; পরে ১৮০১ খৃঃ অব্দে, পুনর্বার প্রবৰ্ত্তিত হয়। এই রূপে রাজস্বের বৃদ্ধি হইল বটে ; কিন্তু বাণিজ্যের বিস্তর ব্যাঘাত জন্মিতে, ও প্রজাদের উপর ঘোরতর অত্যাচার হইতে, লাগিল । ১৮১০ খৃঃ অব্দে, ইঙ্গরেজের, ফরাসিদিগকে পরাজিত করিয়া, বুৰ্ব্বে ও মরিশস নামক দুই উপদ্বীপ অধিকার করিলেন, এবং তৎপর বৎসর, ওলন্দাজদিগকে পরাজিত করিয়া, জাবা নামক সমৃদ্ধ উপদ্বীপের অধিকার প্রাপ্ত হইলেন । বিংশতি বৎসর পূৰ্ব্বে, কোম্পানি বাহাদুর যে চার্টর অর্থাৎ সনন্দ লইয়াছিলেন, তাহার মিয়াদ পূর্ণ হওয়াতে, ১৮১৩ খৃঃ অব্দে, নূতন চার্টর গৃহীত হইল। এই উপলক্ষে,
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।