বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ brン করিয়াছেন ; অতএব, সৰ্ব্ব প্রযত্নে, প্রজার সভ্যতাসম্পাদন ইঙ্গরেজজাতির অবশ্যকৰ্ত্তব্য । অনন্তর, তদীয় আদেশ অনুসারে, স্থানে স্থানে বিদ্যালয় স্থাপিত হইতে লাগিল । ১৮২৩ খৃঃ অব্দের জানুয়ারি মাসে, হেষ্টিংস ভারতবর্ষ হইতে প্রস্থান করিলেন। তিনি, নয় বৎসর কাল গুরুতর পরিশ্রম করিয়া, কোম্পানির রাজ্য ও রাজস্বের বিলক্ষণ বৃদ্ধি ও ঋণের পরিশোধ করেন। ইহার পূৰ্ব্বে, ইঙ্গরেজদিগের ভারতবর্ষীয় সাম্রাজ্যের এরূপ সমৃদ্ধি কদাপি দৃষ্ট হয় নাই। ধনাগার ধনে পরিপূর্ণ, এবং, সমস্ত ব্যয়ের সমাধা করিয়া, বৎসরে প্রায় দুই কোটি টাকা উদ্ধৃত্ত হইতে লাগিল । অসাধারণ ক্ষমতাপন্ন রাজমন্ত্রী জর্জ ক্যানিঙ ভারতবর্ষীয় রাজকাৰ্য্য বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞ ছিলেন । লার্ড হেষ্টিংস বাহাদুর কৰ্ম্মপরিত্যাগ করিলে, তিনিই গবর্ণর জেনেরলের পদে প্রতিষ্ঠিত হইলেন । তাহার আসিবার সমুদয় উদ্যোগ হইয়াছে, এমন সময়ে অন্য এক রাজমন্ত্রীর মৃত্যু হওয়াতে, ইংলণ্ডে এক অতি প্রধান পদ শূন্ত হইল, এবং ঐ পদে তিনিই নিযুক্ত হইলেন। তখন ডিরেক্টরের লার্ড আমহষ্ট বাহাদুরকে, গবর্ণর জেনেরলের পদে নিযুক্ত করিয়া, ভারতবর্ষে পাঠাইলেন । এই মহোদয়, দশ বৎসর পূর্বে, ইংলণ্ডেশ্বরের প্রতিনিধি হইয়া, চীনদেশের রাজধানী পেকিন নগরে গমন করিয়াছিলেন। তিনি, ১৮২৩ খৃঃ অব্দের ১লা আগষ্ট, কলিকাতায় উত্তীর্ণ হইলেন । লার্ড হেষ্টিংস বাহাদুরের প্রস্থান অবধি, লাড অমহষ্ট বাহাদুরের উপস্থিতি পর্য্যন্ত, কয়েক মাস, কোন্সিলের প্রধান মেম্বর জন আদম সাহেব গবর্ণর জেনেরলের কার্য্যনিৰ্ব্বাহ করেন । তাহার অধিকার কালে, বিশেষ কার্য্যের মধ্যে, কেবল মুদ্রাযন্ত্রের স্বাধীনতার উচ্ছেদ হইয়াছিল। লার্ড আমহষ্ট বাহাদুর, কলিকাতায় পহুছিয়া, দেখিলেন, ব্রহ্মদেশীয়ের অত্যন্ত অত্যাচার করিতে আরম্ভ করিয়াছে। ইঙ্গরেজের যে সময়ে বাঙ্গাল। দেশে অধিকারস্থাপন করেন, ব্রহ্ম দেশের তৎকালীন রাজাও, প্রায় সেই সময়েই, তত্ৰত্য সিংহাসন অধিকার করিয়াছিলেন । তিনি মণিপুর ও আসাম অনায়াসে হস্তগত করেন ; এবং, সেই গৰ্ব্বে উদ্ধত হইয়া, মনে মনে সিদ্ধান্ত করিয়াছিলেন, ক্রমে ক্রমে, বাঙ্গাল দেশও হস্তগত করিবেন । তিনি, ইঙ্গরেজদের সহিত সন্ধিসত্ত্বেও, সন্ধির নিয়মলঙ্ঘন করিয়া, কোম্পানির অধিকারভুক্ত কাচার ও আরাকান দেশে স্বীয় সৈন্য পাঠাইয়া দেন । আরাকান উপকূলে, টকনাফ নদীর শিরোভাগে, শাপুরী নামে যে উপদ্বীপ আছে, ব্রহ্মেশ্বর তাহ আক্রমণ করিয়া, তথায় ইঙ্গরেজদিগের যে অল্পসংখ্যক রক্ষক ছিল, তাহীদের >>
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।