পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা যে ব্যয় হইয়া থাকে, তাহার পরীক্ষা করিবেন, এবং তন্মধ্যে কি কমান যাইতে পারে, তাহা দেখাইয়া দিবেন। র্তাহারা যেরূপ পরামর্শ দিলেন, তদনুসারে, সমুদয় কৰ্ম্মস্থানে, ব্যয়ের লাঘব করা গেল। এরূপ কৰ্ম্ম করিলে, কাজে কাজেই, অপ্রিয় হইতে হয়। লার্ড উইলিয়ম বেটিক, ব্যয়লাঘব করিয়া, কোর্টের যে আদেশপ্রতিপালন করিলেন, তাহাতে যাহাদের ক্ষতি হইল, তাহারা তাহাকে বিস্তর গালি দিয়াছিল। ফলতঃ, যে রাজকৰ্ম্মচারীকে রাজ্যের ব্যয়লাঘব করিবার ভারগ্রহণ করিতে হয়, তিনি কখনই, তদানীন্তন লোকের নিকট, সুখ্যাতিলাভের প্রত্যাশা করিতে পারেন না । সকলেই, তাহার বিপক্ষ হইয়া, চারি দিকে কোলাহল করিতে লাগিল । তিনি, তাহাতে ক্ষুব্ধ বা চলচিত্ত না হইয়া, কেবল ব্যয়লাঘব ও ঋণপরিশোধের উপায় দেখিতে লাগিলেন । অনেক বৎসর অবধি, গবর্ণমেণ্ট সহগমননিবারণার্থে সবিশেষ উৎসুক হইয়াছিলেন, এবং কত স্ত্রী সহমৃতা হয়, এবং দেশীয় লোকদিগেরই বা তদ্বিষয়ে কিরূপ অভিপ্রায়, ইহার নির্ণয় করিবার নিমিত্ত, অনেক অনুসন্ধানও হইয়াছিল। রাজপুরুষেরা অনেকেই কহিয়াছিলেন, দেশীয় লোকদিগের এ বিষয়ে অত্যন্ত অনুরাগ আছে ; ইহা রহিত করিলে অনর্থ ঘটিতে পারে। লার্ড উইলিয়ম বেটিক, কলিকাতায় পহুছিয়া, এই বিষয়ে বিশিষ্ট রূপে বিবেচনা করিয়া দেখিলেন, ইহা অনায়াসে রহিত করা যাইতে পারে। কোন্সিলের সমুদয় সাহেবেরা তাহার মতে সম্মত হইলেন । তদনন্তর, ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর, এক আইন জারী হইল ; তদনুসারে, ইঙ্গরেজদিগের অধিকার মধ্যে, এই নৃশংস ব্যাপার এক বারে রহিত হইয়া গেল । কতকগুলি ধনাঢ্য সন্ত্রান্ত বাঙ্গালি, এই হিতানুষ্ঠানকে অহিত জ্ঞান করিলেন, এবং র্তাহীদের ধৰ্ম্ম বিষয়ে হস্তক্ষেপ করা হইল বলিয়া, গবর্ণর জেনেরল বাহাদুরের নিকট এই প্রার্থনায় আবেদন করিলেন যে, ঐ আইন রদ করা যায়। লার্ড উইলিয়ম, এই ধৰ্ম্ম রহিত করিবার বহুবিধ প্রবল যুক্তির প্রদর্শন পূর্বক, তাহদের প্রার্থন অগ্রাহ করিলেন। সেই সময়ে, দ্বারকানাথ ঠাকুর, কালীনাথ রায় চৌধুরী প্রভৃতি কতকগুলি সন্ত্রান্ত বাঙ্গালি লার্ড উইলিয়ম বেটিক বাহাদুরকে এক অভিনন্দনপত্র প্রদান করেন ; তাহার মৰ্ম্ম এই, আমরা, ঐযুতের এই দয়ার কাৰ্য্যে অনুগৃহীত হইয়া, ধন্যবাদ করিতেছি । যাহারা সহগমনের পক্ষ ছিলেন, তাহার, অবিলম্বে, কলিকাতায় এক ধৰ্ম্মসভার স্থাপন ও চাদ করিয়া অর্থসংগ্ৰহ করিলেন, এবং, এই বিধি পুনঃ স্থাপিত হয়, এই