পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ریاسb এবং স্বদেশীয় লোকদিগকে, দেব, দেবীর আরাধন হইতে বিরত করিয়া, বেদান্তপ্রতিপাদিত পরব্রহ্মের উপাসনায় প্রবৃত্ত করিবার নিমিত্ত, সবিশেষ যত্নবান হইয়াছিলেন । যে সকল ব্যক্তির সহিত র্তাহার মতের ঐক্য ছিল না, তাহারাও তদীয় বুদ্ধিমত্তার প্রশংসা করিতেন । রামমোহন রায় এ দেশের এক জন অসাধারণ মনুষ্য ছিলেন, সন্দেহ নাই । পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, লার্ড আমহষ্ট বাহাদুরের অধিকারকালে, তৈমুরবংশীয়দিগের সাম্রাজ্যনিবন্ধন প্রাধান্ত রহিত হয় । সম্রাট, অপহারিত মৰ্য্যাদার উদ্ধারবাসনায়, ইংলণ্ডে আপীল করিবার নিশ্চয় করিয়া, রাজা রামমোহন রায়কে উকীল স্থির করেন । পূৰ্ব্ব কালে, সমুদ্রযাত্রাস্বীকারে, ভারতবর্ষীয়দিগের নিন্দ ও অধৰ্ম্ম হইত না ; ইদানীন্তন সময়ে, কোনও ব্যক্তি জাহাজে গমন করিলে, তাহাকে জাতিভ্ৰষ্ট হইতে হয় । কিন্তু, রাজা রামমোহন রায়, অসঙ্কুচিত চিত্তে, জাহাজে আরোহণ পূৰ্ব্বক, ইংলণ্ডে গমন করেন। তিনি, তথায় উপস্থিত হইয়া, যার পর নাই সমাদর প্রাপ্ত হয়েন । তাহার এই যাত্রার প্রয়োজন সিদ্ধ হয় নাই। ইংলণ্ডেশ্বর, ত্রিশ বৎসরের বৃত্তিভোগী তৈমুরবংশীয়দিগের আধিপত্যের পুনঃস্থাপন বিষয়ে, সম্মত হইলেন না । কিন্তু, তাহাদের যে বৃত্তি নিরূপিত ছিল, রামমোহন রায় তাহার আর তিন লক্ষ টাকা বৃদ্ধির অনুমতি প্রাপ্ত হইলেন । তিনি, স্বদেশপ্রত্যাগমনের পুর্বেই, দেহযাত্রাসংবরণ পূৰ্ব্বক, ব্রিষ্টল নগরের সন্নিকৃষ্ট সমাধিক্ষেত্রে সন্নিবেশিত হইয়াছেন । ১৮৩২ সাল অতিশয় দুর্ঘটনার বৎসর। যে সকল সওদাগরের হোস, নৃত্যুনাধিক পঞ্চাশ বৎসর, চলিয়া আসিতেছিল, এই বৎসরে সে সকল দেউলিয়া হইতে লাগিল । সৰ্ব্বপ্রথমে পামর কোম্পানির হোস, ১৮৩০ সালে, দেউলিয়া হয় । আর পাচটার তৎপরে তিন চারি বৎসর পর্য্যন্ত কৰ্ম্ম চলিয়াছিল ; পরিশেষে, তাহারাও দেউলিয়া হইল। এই ব্যাপার ঘটাতে, সৰ্ব্বসাধারণ লোকের ষোল কোটি টাকা ক্ষতি হয়। তন্মধ্যে, দেউলিয়াদিগের অবশিষ্ট সম্পত্তি হইতে, দুই কোটি টাকাও আদায় হয় নাই । পূৰ্ব্ব মিয়াদ অতীত হইলে, ১৮৩৩ সালে, কোম্পানি বাহাদুর পুনর্ববার, বিংশতি বৎসরের নিমিত্ত, সনন্দ পাইলেন । এই উপলক্ষে, এতদেশীয় রাজশাসনের অনেক নিয়ম পরিবর্তিত হইল। কোম্পানিকে ভারতবর্ষীয় বাণিজ্যে একবারে নিঃসম্পর্ক হইতে, ও সমুদায় কুঠা বেচিয়া ফেলিতে, হইল। তৎপূর্ব বিশ বৎসর, চীনদেশীয় বাণিজ্যই তাহদের একমাত্র অবলম্বন ছিল ; এক্ষণে, তাহাও ছাড়িয়া দিতে হইল। ফলতঃ, দুই শত তেত্রিশ বৎসর পর্য্যন্ত, তাহারা যে বণিস্থত্তি করিয়া আসিতেছিলেন, তাহাতে একবারে নিঃসম্বন্ধ