পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vb- বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সেখানে আপনার নিজে অন্ততঃ দুই টাকা লইত । ফলতঃ, তাহার। প্রজার উপর এমন দারুণ অত্যাচার করিত যে, এ বিষয়ে অধিকৃত এক জন বিচক্ষণ য়ুরোপীয়, যথার্থ বিবেচনা পূর্বক, এই ব্যাপারকে অভিসম্পাত নামে নির্দিষ্ট করিয়াছিলেন । ইঙ্গরেজের যখন মুসলমানদের হস্ত হইতে রাজশাসনের ভারগ্রহণ করেন, তখন এই ব্যাপার প্রচলিত ছিল ; এবং তাহারাও নিজে এ পর্য্যন্ত প্রচলিত রাখিয়াছিলেন । কিন্তু, বিচক্ষণ লার্ড কর্ণওয়ালিস বাহাদুর, এই ব্যাপারকে দেশের বিশেষ ক্ষতিকর বোধ করিয়া, ১৭৮৮ সালে, একবারে রহিত করেন, এবং দেশের মধ্যে যেখানে যত পরমিটঘর ছিল, সমুদয় উঠাইয়া দেন। ইহার তের বৎসর পরে, গবর্ণমেণ্ট, করসংগ্রহের নূতন নূতন পন্থা বহিস্কৃত করিতে উদ্যত হইয়া, পুনর্বার এই মাসুলের নিয়ম প্রবর্তিত করেন। এক্ষণে, লার্ড উইলিয়ম বেটিক, সি ই টিবিলিয়ন সাহেবকে, এই বিষয়ে, সবিশেষ অনুসন্ধান করিয়া, রিপোর্ট করিতে আজ্ঞা দিলেন ; পরে, এই মামুল উঠাইবার সদুপায় স্থির করিবার নিমিত্ত, একটি কমিটি স্থাপিত করিলেন । এই ব্যাপার, উক্ত লাট বাহাদুরের অধিকারকালে, রহিত হয় নাই বটে ; কিন্তু তিনি, ইহার প্রথম উদ্যোগী বলিয়া, অশেষ প্রকারে প্রশংসাভাজন হইতে পারেন । লার্ড উইলিয়ম বেটিক, আপন অধিকারের প্রারম্ভ অবধি, এতদ্দেশে, সমুদ্রে ও নদীতে বাষ্পনাবিককৰ্ম্ম প্রচলিত করিবার নিমিত্ত, সবিশেষ যত্নবান ছিলেন । যাহাতে ইংলণ্ডের ও ভারতবর্ষের সংবাদ, মাসে মাসে, উভয়ত্ৰ পহুছিতে পারে, তিনি, তাহার যথোচিত চেষ্টা করিতে ক্রটি করেন নাই । কিন্তু ডিরেক্টরের এ বিষয়ে বিস্তর বাধা দিয়াছিলেন। তিনি, বোম্বাই হইতে সুয়েজ পৰ্য্যন্ত পুলিন্দা লইয়া যাইবার নিমিত্ত, বাষ্পনেীক নিযুক্ত করিয়াছিলেন ; তন্নিমিত্ত র্তাহার যৎপরোনাস্তি তিরস্কার করেন। যাহা হউক, লার্ড বেটিক, বাঙ্গাল ও পশ্চিমাঞ্চলের নদ নদীতে, লৌহনিৰ্ম্মিত বাষ্পজাহাজ চালাইবার বিষয়ে, তাহাদিগকে সম্মত করিলেন । এই বিষয়, য়ুরোপীয় ও এতদেশীয় লোকদিগের পক্ষে, বিলক্ষণ উপকারক হইয়াছে। ১৮৩৫ সালের মার্চ মাসে, লার্ড উইলিয়ম বেটিক বাহাদুরের অধিকার সমাপ্ত হয়। তাহার অধিকারকালে, ভিন্নদেশীয় নরপতিগণের সহিত যুদ্ধনিবন্ধন কোনও উদ্বেগ ছিল না। এক দিবসের জন্যেও, সন্ধি ও শান্তির ব্যাঘাত ঘটে নাই। র্তাহার অধিকার কাল কেবল প্রজাদিগের শ্রীবৃদ্ধিকল্পে সঙ্কল্পিত হইয়াছিল । সম্পূর্ণ