পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা

বোধগম্য করিবার নিমিত্ত বিস্তর পরিশ্রম করিয়াছি; তথাপি আদ্যোপান্ত সুস্পষ্ট ও অনায়াসে বোধগম্য হইয়াছে কোনও মতেই সম্ভাবিত নহে। যাহা হউক, ইহা অনায়াসে নির্দেশ করিতে পারা যায়, জীবনচরিত প্রথম বার যেরূপ মুদ্রিত হইয়াছিল, দ্বিতীয় বারে তদপেক্ষায় অনেক অংশে সুস্পষ্ট হইয়াছে।

শ্রীঈশ্বরচন্দ্রশর্ম্মা 

 কলিকাতা। সংস্কৃত কলেজ।
 ২০এ চৈত্র। শকাব্দাঃ ১৭৭৩।