পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—সর উইলিয়ম জোন্স Σ Σ Φ সূৰ্য্যাস্তের পর এই স্থানে প্রতিগমন করিতেন ; এবং এত প্রত্যুষে গাত্ৰোখান করিতেন যে, পদব্রজে আসিয়া অরুণোদয়কালে কলিকাতার আবাসে উপস্থিত হইতেন । তথায় উপস্থিতির পর ও বিচারালয়ের কার্য্যারম্ভ হইবার পূৰ্ব্বে যে সময় থাকিত, তাহ রীতিমত পৃথক পৃথক অধ্যয়নে নিয়োজিত ছিল। এই সময়ে তিনি, রাত্রি চারি পাচ দণ্ড থাকিতে শয্যা পরিত্যাগ করিতেন । বিচারালয়ের কৰ্ম্মবন্ধ হইলেও, তিনি কৰ্ম্মে ব্যাসক্ত থাকিতেন । ১৭৮৭ খৃঃ অব্দের কৰ্ম্মবন্ধসময়ে, তিনি কৃষ্ণনগরে অবস্থিতি করেন ; তথা হইতে লিখিয়াছিলেন, “আমি এই কুটীরে বাস করিয়া অত্যন্ত প্রতি প্রাপ্ত হইতেছি ; এই তিন মাস কৰ্ম্মবন্ধ উপলক্ষে অবকাশ পাইয়াছি বটে, কিন্তু আমি এক দণ্ডের নিমিত্তেও কৰ্ম্মশূন্ত নহি । অভিমত বিদ্যানুশীলনের সহিত বিষয়কাৰ্য্যের ভূয়িষ্ঠ সম্বন্ধ প্রায় ঘটিয়া উঠে না ; কিন্তু সৌভাগ্যক্রমে আমার পক্ষে তাহা ঘটিয়াছে । এই কুটীরে থাকিয়াও, আমি আরবি ও সংস্কৃত অধ্যয়ন দ্বারা বিচারলয়েরই কাৰ্য্য করিতেছি। এক্ষণে সাহস করিয়া বলিতে পারি, মুসলমান ও হিন্দু ব্যবস্থাদায়কের অমূলক ব্যবস্থা দিয়া আর আমাদিগকে ঠকাইতে পারিবেক না।” বাস্তবিক, এইরূপ সাৰ্ব্বক্ষণিক পরিশ্রমে ব্যাসক্ত থাকাতেই, তাহার আনন্দে কালযাপন হইয়াছিল । যে সকল মোকদ্দমা শাস্ত্রের ব্যবস্থা অনুসারে নিম্পত্তি করা আবশ্যক ; সে সমুদায়, পণ্ডিত ও মৌলবীদিগের অপেক্ষা না রাখিয়া, অনায়াসে নিম্পত্তি করিতে পারা যাইবেক, এই অভিপ্রায়ে তিনি হিন্দু ও মুসলমানদিগের ধৰ্ম্মশাস্ত্রের সারসংগ্ৰহ করিতে আরম্ভ করিয়াছিলেন । এই গ্রন্থ তিনি সমাপন করিয়া যাইতে পারেন নাই। কিন্তু, পরিশেষে অন্যান্য ব্যক্তি দ্বারা তাহার যে সমাধান হইয়াছে, তাহা এই মহামুভাবের পরামর্শ ও প্রাথমিক উদ্যোগ দ্বারাই হইয়াছে, সন্দেহ নাই । ১৭৮৯ খুঃ অব্দে, তিনি শকুন্তলানামক সংস্কৃত নাটকের ইঙ্গরেজী ভাষাতে অনুবাদ প্রকাশ করেন । অনন্তর, ১৭৯৪ খৃঃ অব্দের প্রথম ভাগে, মনুপ্রণীত ধৰ্ম্মশাস্ত্রের ইঙ্গরেজী অনুবাদ প্রচারিত হয়। যে সকল ব্যক্তি ভারতবর্ষের পূর্বকালীন আচার ব্যবহার জানিবার বাসন রাখেন, এই গ্রন্থ র্তাহাদের পক্ষে অত্যন্ত উপকারী। পরিশেষে, এই সুবিখ্যাত প্রশংসিত ব্যক্তি, বিচারালয়ের কার্য্যনিম্পাদন ও বিদ্যানুশীলন বিষয়ে অবিশ্রান্ত অসঙ্গত পরিশ্রম করাতে, অকালে কালগ্রাসে পতিত হইলেন । ১৭৯৪ খৃঃ অব্দের এপ্রিল মাসে, কলিকাতাতে র্তাহার যকৃৎ স্ফীত হইল, এবং ঐ রোগেই, উক্ত মাসের সপ্তবিংশ দিবসে, অষ্টচত্বারিংশৎ বর্ষ বয়ঃক্রমে কলেবর পরিত্যাগ করিলেন। Ꮌ ☾