পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সর উইলিয়ম জোন্সের কতিপয় অতি সামান্ত নিয়ম নিৰ্দ্ধারিত ছিল ; তদ্বিষয়ে সবিশেষ মনোযোগ থাকাতেই, তিনি এই সমস্ত গুরুতর কার্য্য নির্বাহে সমর্থ হইয়াছিলেন । তন্মধ্যে একটি এই যে, বিদ্যানুশীলনের সুযোগ পাইলে কখনও উপেক্ষা করিবেক না । অন্য এক এই যে, অস্যেরা যে বিষয়ে কৃতকাৰ্য্য হইয়াছে, আমিও অবশ্য তাহাতে কৃতকাৰ্য্য হইতে পারিব ; এবং সেই নিমিত্তে বাস্তবিক প্রতিবন্ধক দেখিয়া, অথবা প্রতিবন্ধকের সম্ভাবনা করিয়া অভিপ্রেত বিষয় হইতে বিরত হওয়া বিচারসিদ্ধ নহে, বরং তাহার সিদ্ধিবিষয়ে স্থিরনিশ্চয় হইতে হইবেক । তাহার জীবনচরিতলেখক লার্ড টিনমেীথ কহেন, “ইহাও তাহার এক নিৰ্দ্ধারিত নিয়ম ছিল, যে সকল ব্যাঘাত অতিক্রম করিতে পারা যায় তদৃষ্টে, বিবেচনা পূর্বক হস্তাপিত ব্যাপারের সমাধানবিষয়ে কোনও ক্রমেই ভগ্নোৎসাহ হওয়া উচিত নহে। এই নিয়ম তিনি কখনও ইচ্ছা পূৰ্ব্বক লঙ্ঘন করেন নাই। কিন্তু, তিনি যে এক এক কৰ্ম্মের নিমিত্ত পৃথক পৃথক সময় নিরূপণ করিতেন এবং অতি সাবধান হইয়। সেই সেই নিৰ্দ্ধারিত সময়ে তত্ত্বৎ কৰ্ম্মের সমাধান করিতেন, আমার বোধে এই মহাফলদায়ক নিয়ম দ্বারাই অব্যাঘাতে ও অনাকুলিত চিত্তে এই সমস্ত বিদ্যায় কৃতকাৰ্য্য হইয়াছিলেন”। সর উইলিয়ম জোন্সের অকালমৃত্যুতে সৰ্ব্বসাধারণের যেরূপ অসাধারণ মনস্তাপ ও ক্ষতিবোধ হইয়াছে, অতি অল্প লোকের বিষয়ে সেরূপ দেখিতে পাওয়া যায়। ভাষাজ্ঞানবিষয়ে, বোধ হয়, প্রায় কোনও ব্যক্তিই তাহা অপেক্ষা অধিক প্রবীণ ছিলেন না । পুরাবৃত্ত, দর্শনশাস্ত্র, স্মৃতি, ধৰ্ম্মসংক্রান্ত গ্রন্থ, পদার্থবিদ্যা ও সৰ্ব্বজাতীয় আচার ব্যবহার বিষয়ে তাহার অসাধারণ জ্ঞান ছিল ; আর, যদি তিনি ভিন্নদেশীয় কাব্যের ভাব লইয়া স্বভাযায় সঙ্কলনে অধিক অনুরক্ত না হইতেন এবং বহুবিস্তৃত বিষয়কৰ্ম্ম নির্বাহ করিয়া, আপন শক্ত্যমুযায়িনী রচনা বিষয়ে প্রযত্নবান হইবার নিমিত্ত উপযুক্তরূপ অবকাশ পাইতেন, তাহা হইলে, তাহার কবিত্ববিষয়েও অসাধারণখ্যাতিলাভের ভূয়সী সম্ভাবনা ছিল । তিনি পরিবার ও পোষ্যবর্গের প্রতি যেরূপ ব্যবহার করিতেন তাহ৷ অতি প্রশংসনীয় । তিনি স্বভাবতঃ বদান্ত ও তেজস্বী ছিলেন । সর উইলিয়ম জোন্সের নাম চিরস্মরণীয় করিবার নিমিত্ত, ভারতবর্ষে ও ইংলণ্ডে নানা উপায় অবলম্বিত হইয়াছে। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির অধ্যক্ষের সেণ্ট পালের কাথিড্রলে তাহার এক কীৰ্ত্তিস্তম্ভ নির্মাণ করিয়া দিয়াছেন ; এবং বাঙ্গালাতে এক প্রস্তরময়ী প্রতিমূৰ্ত্তি প্রেরণ করিয়াছেন। কিন্তু, তাহার সহধৰ্ম্মিণী, ১৭৯৯ খৃঃ অব্দে, তদীয় সমুদায়