|o অতীত হইল, উল্লিখিত বিদ্যালয়ের তদানীন্তন অধ্যক্ষ সংস্কৃতবিদ্যাকুরাগী শ্ৰীযুক্ত ই. বি. কাউএল মহোদয়ের উদ্যোগে ও ব্যয়ে, ঐ বিদ্যালয়ের অলঙ্কারশাস্থের ভূতপূৰ্ব্ব অধ্যাপক পূজ্যপাদ প্রেমচন্দ্র তর্কবাগীশ মহাশয়, সংক্ষিপ্তটীকাসহিত এই নাটক দ্বিতীয় বার মুদ্রিত করেন । তত্ৰত্য বিজ্ঞাপনে নিদিষ্ট আছে, ঐ হস্তলিখিত পুস্তকদ্বয়ের একখানি বারাণসী হইতে সংগৃহীত, দ্বিতীয়খনি বিজয়নগর হইতে অধিগত । উল্লিখিত মুদ্রিত পুস্তকদ্বয় ও অপর দুইখানি হস্তলিখিত পুস্তক অবলম্বন পূৰ্ব্বক, এই সংস্করণ সম্পাদিত হইল ।...উত্তরচরিতে পাঠের বিলক্ষণ ব্যতিক্রম ঘটিয়াছে । উল্লিখিত পুস্তক চতুষ্টয়ের মেলন করিয়া, পাঠসংশোধনবিষয়ে সবিশেষ যত্ন করিয়াছি ;.এই চারি পুস্তকের অনেক স্থলে পরস্পর পাঠেব বিস্তর বিভিন্নতা আছে । তত্তৎস্থলে আমাব বিবেচনায় যে পাঠ প্রশস্ত বোধ হইয়াছে, তাহাই মূলে সন্নিবেশিত করিয়াছি ।. পাঠভেদস্থলে, চারি পুস্তকের পাঠ নিম্নে পৃথক পৃথক্ প্রদশিত হইয়াছে।. কাশীপুর । সংবৎ ১৯২৭ । ৭ই ভাদ্র । অভিজ্ঞানশকুন্তলম্ SBBBBBBBB BBBBB BBBBB BB BBB BBBB BBB BBBBBB BBBS gB BBB BBBBBS BB BBB BB BBBS BBBBB BBBBBB S BBB BB BBB BBB হইল, কলিকাত স্থি সংস্কৃত বিদ্যালয়ের ভূতপূৰ্ব্ব অলঙ্কারশাস্ত্ৰাধ্যাপক পূজ্যপাদ প্রেমচন্দ্রতর্কবাগীশ মহাশয় এ দেশে সৰ্ব্বপ্রথম এই নাটক মুদ্রিত করিয়ছিলেন । তং পরে বিংশতি বৎসর অতীত হইলে, উক্ত বিদ্যালয়ের পূর্বতন অধ্যক্ষ উদারচবিত শ্ৰীযুত ই, বি, কাউএল মহোদযেব উদ্যোগে ও অর্থব্যয়ে, তর্কবাগীশ মহাশয় সংক্ষিপ্ত ব্যাখ্যাসঙ্গিত দ্বিতীয় স”স্করণ প্রচারিত কবেন । অনস্তর, BD BBBB BBBB BBBS BBBBBBB TBB BBBBBBBBBB BBBB BBBBB অভিনব সংস্করণ প্রচারিত করিয়াছেন । শেষোক্ত উপাদেয় সংস্করণদ্বয় বিদ্যমান থাকিতে, নূতন ংস্করণে প্রবৃত্ত হইবার কারণ এই যে, অভিজ্ঞানশকুন্তল কলিকাতা বিশ্ববিদ্যালয়েব পরীক্ষাপুস্তক স্থিৰীকৃত হইয়াছে । বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের আদেশ করিয়াছেন, ভারতবর্ষের উত্তরপশ্চিমাঞ্চলে এই নাটকের যেরূপ পুস্তক প্রচলিত আছে, পরীক্ষাদানার্থীর। সেই পুস্তক পাঠ করিবেন। পূজ্যপদ তর্কবাগীশ মহাশয় অথবা ন্যায়পঞ্চানন মহাশয় গৌড়দেশপ্রচলিত পুস্তকের সংস্করণ করিয়াছেন । গৌডদেশপ্রচলিত ও উত্তরপশ্চিমাঞ্চলপ্রচলিত উভয়বিধ পুস্তকে পাঠের পরস্পর এত বিভিন্নতা ঘটিয়াছে যে একবিধ পুস্তকপাঠ করিলে, অপরবিধ পুস্তক পাঠের প্রয়োজন সম্যক সম্পন্ন হয় না ... এ দেশে উত্তরপশ্চিমাঞ্চলপ্রচলিত পুস্তকের প্রচার নাই।...আমি কাৰ্য্যবশতঃ গত ফাল্গুনমাসে বারাণসীধামে গিয়াছিলাম। ঐ সময়ে উক্ত নগরী নিবাসী শ্ৰীযুত বাবু, হরিশ্চন্দ্রের সহিত আমার আলাপ হয় । এই মহোদয় দয়া করিয়া, স্বীয় পুস্তকালয় হইতে, আমায় তিনখানি মূল, একখানি l
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।