পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏՀ8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা তিনি আপন কাৰ্য্য নির্বাহ বিষয়ে কিঞ্চিম্মাত্র আলস্য বা ঔদাস্ত করিতেন না ; এজন্য র্তাহার নিযোগ্যেরা তাহাকে অত্যন্ত সমাদর করিতেন ; আর, জ্ঞানোপার্জনবিষয়ে তাহার অদৃষ্টপূর্ব উৎসাহ দর্শনে ব্যক্তিমাত্রেই মুগ্ধ ছিলেন। তাহার, স্বদেশভাষার বিন্দুবিসর্গও মনে না থাকাতে, স্কটলণ্ডের দক্ষিণাঞ্চলের সামান্ত কৃষকদিগের সহিত শরীরের বর্ণ ব্যতিরিক্ত কোনও বিষয়ে বিভিন্নতা ছিল না ; এই মাত্র বিশেষ যে, তিনি তাহাদের প্রায় সকল অপেক্ষা সমধিকবিদ্যাসম্পন্ন ছিলেন এবং বিদ্যানুশীলনবিষয়ে সাতিশয় আসক্ত হইয়া সময় যাপন করিতেন। খৃষ্টোপদিষ্ট ধৰ্ম্মে তাহার দ্রটীয়সী শ্রদ্ধা ছিল এবং ধৰ্ম্মসংক্রান্তপ্রত্যেকবিধিপ্রতিপালনে তিনি অত্যন্ত অবহিত ছিলেন । সমুদায় পৰ্য্যালোচনা করিলে, বোধ হয়, জেস্কিন্স অত্যুৎকৃষ্ট উপাদানে নির্মিত । ফলতঃ, তিনি বিদ্যালাভের নিমিত্ত যে অশেষপ্রকার প্রয়াস পাইয়াছিলেন, তাহা গণনা না করিলেও, সৰ্ব্বত্র আদৃত ও প্রিয় হইতেন, সন্দেহ নাই । জেঙ্কিন্সের বিংশতিবর্ষ বয়ঃক্রম কালে, টিবিয়টহেডের পাঠশালায় শিক্ষকের পদ শূন্ত হইল ; উক্ত কৃষকবহুল জনপদের নিবাসীদিগের শিক্ষার্থে যে পাঠশালা ছিল, ইহা তাহার শাখাস্বরূপ । এ বিষয়ে জেটবর্গের যাজকগণের উপর এই ভারাপণ হইল যে, তাহার কোনও এক দিন, হাউয়িকে সমাগত হইয়া, কৰ্ম্মাকাঙ্ক্ষীদিগের পরীক্ষা করিয়া, অধ্যক্ষবর্গের নিকট বিজ্ঞাপনী প্রদান করিবেন। পরীক্ষাদিবসে ফলনাসের কৃষ্ণকায় কৃষকও, পুস্তকরাশি কক্ষে করিয়া, অতি হীন বেশে তথায় উপস্থিত হইয়া, পরীক্ষাদানের অনুমতি প্রার্থনা করিলেন। পরীক্ষকেরা কাফরিকে পরীক্ষাদানার্থ উদ্যত দেখিয়া চমৎকৃত হইলেন ; কিন্তু তাহার স্বভাব চরিত্র বিদ্যাদি বিষয়ক প্রশংসাপত্র দর্শনে, অন্যান্ত তিন চারি জন কৰ্ম্ম কাজক্ষীদিগের ন্যায়, তাহারও যথানিয়মে পরীক্ষা গ্রহণ করিতে হইল, অস্বীকার করিতে পারিলেন না। জেঙ্কিন্স পরীক্ষাতে অন্যান্য ব্যক্তি অপেক্ষায় এত উৎকৃষ্ট হইলেন যে, পরীক্ষকদিগকে উপস্থিত ব্যাপারে তাহাকেই সর্বাপেক্ষায় উপযুক্ত বলিয়া অধ্যক্ষবর্গের নিকট বিজ্ঞাপনী দিতে হইল। জেঙ্কিন্স জয়লাভ করিয়া, হর্ষোৎফুল্ল লোচনে এই আলোচনা করিতে করিতে, প্রত্যাগমন করিলেন যে, ওক্ষণে আমি যে পদে নিযুক্ত হইব, তাহা পূৰ্ব্বতন সমুদয় কৰ্ম্ম অপেক্ষা উত্তম এবং তাহাতে বিদ্যোপার্জনের বিশিষ্টরূপ সুযোগ ও সদুপায় হইবেক । - কিন্তু, কিয়ং কালের নিমিত্ত, জেঙ্কিন্সের এই অভু্যদয়াশা প্রতিহত হইয়া রহিল। পরীক্ষকদিগের বিজ্ঞাপনী যাজকমণ্ডলীর সম্মুখে উপস্থিত হইলে, র্তাহাদের মধ্যে অধিকাংশ