У8 а বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা নাই । ১৭০৫ খৃঃ অব্দে, ইংলণ্ডেশ্বরী এন, নিউটনের মানবৰ্দ্ধনার্থে, তাহাকে নাইট ( ১৩ ) উপাধি প্রদান করেন। নিউটন উদারস্বভাবতা প্রযুক্ত সামান্ত সামান্ত লৌকিক ব্যাপারেও সবিশেষ অবহিত ছিলেন । তিনি সৰ্ব্বদা আত্মীয়গণের সহিত সাক্ষাৎ করিতে যাইতেন এবং তাহারা সাক্ষাৎ করিতে আসিলে, সমুচিত সমাদর করিতেন ; কথোপকথনকালে কখনও আত্মপ্রাধান্ত প্রখ্যাপন করিতেন না । তিনি স্বভাবতঃ সুশীল, সরল ও প্রফুল্লচিত্ত ছিলেন ; এই নিমিত্ত সকল ব্যক্তি তাহার সহবাসবাসনা করিত। লোকের সববদ যাতায়াত দ্বারা তাহার মহাহ সময়ের অপক্ষয় হইত, তথাপি তিনি কিঞ্চিম্মাত্র বিরক্ত ভাব প্রকাশ করিতেন না। কিন্তু প্রত্যুষে গাত্ৰোখানের নিয়ম এবং বিশেষ বিশেষ কাৰ্য্যে বিশেষ সময় নিরূপিত থাকাতে, অধ্যয়ন ও গ্রন্থরচনার নিমিত্ত র্তাহার সময়াল্পতানিবন্ধন কোনও ক্ষোভ থাকিত না । তিনি অবসর পাইলে হস্তে লেখনী ও সম্মুখে পুস্তক লইয়া বসিতেন । নিউটন অত্যন্ত দয়ালু ও দানশীল ছিলেন। তিনি কহিতেন, যাহারা জীবদ্দশায় দান না করেন, তাহাদের দান দানই নয়। অত্যন্ত বৃদ্ধ বয়সে তদীয় অদ্ভুত ধীশক্তির কিঞ্চিম্মাত্র বৈলক্ষণ্য ঘটে নাই । আহারনিয়ম, সাৰ্ব্বকালিক প্রফুল্লচিত্ততা ও স্বাভাবিক শরীরপটুতা প্রযুক্ত জরা তাহাকে পরাভূত করিতে পারে নাই। তিনি নাতিদীর্ঘ, নাতিখৰ্ব্ব, নাতিস্থূলকায় ছিলেন। তাহার নয়নে সজীবতা, তীক্ষ্ণতা, ও বুদ্ধিমত্তা স্পষ্ট প্রকাশ পাইত। দেখিলেই তাহার আকৃতি সজীবতা ও দয়ালুতাতে পরিপূর্ণ বোধ হইত। অন্তিম ক্ষণ পর্য্যস্ত তাহার দর্শনশক্তি অব্যাহত ছিল। কেশ সকল শেষ বয়সে তুষারের ন্যায় শুভ্র হইয়াছিল। চরম দশাতে তাহার অসহ দৈহিক যাতনা ঘটে। কিন্তু তিনি স্বভাবসিদ্ধসহিষ্ণুতাপ্রভাবে তাহাতে নিতান্ত কাতর হয়েন নাই। অনন্তর, ১৭২৭ খৃঃ অব্দের ২০এ মার্চ, চতুরশীতিবর্ষ বয়ঃক্রম কালে, তিনি কলেবর পরিত্যাগ করিলেন। ( ১৩ ) বহু কাল পূৰ্ব্বে, ইয়ুরোপে যে সকল ব্যক্তি কোনও সৈন্যসংক্রাস্ত পদে অধিরূঢ় হইত, তাহাদিগকে নাইট বলিত । যাহারা প্রধানবংশজাত ও ঐশ্বৰ্য্যশালী লোকের সস্তান, তাহারাই নাইট হইত। এই নিমিত্ত উহা এক্ষণে সন্ত্রম ও মর্য্যাদা সূচক উপাধি হইয়া উঠিয়াছে। যাহারা অসাধারণগুণসম্পন্ন অথবা ক্ষমতাপন্ন, তাহারাই অধুনা রাজপ্ৰসাদে এই মর্য্যাদার উপাধি পাইয়া থাকেন। এই উপাধি প্রাপ্ত ব্যক্তিরা আনুষঙ্গিক সর এই উপাধিও প্রাপ্ত হয়েন । এই উপাধি নাইটদের নামের পূৰ্ব্বে ব্যবহৃত হইয়া থাকে। যথা ; সর আইজাক নিউটন, সর উইলিয়ম হর্শেল, সর উইলিয়ম জোন্স ইত্যাদি ।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।