পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—সর উইলিয়ম হর্শেল S8(? মুকুরনির্মাণবিষয়ে প্রচলিত নিয়মের নিতান্ত অনুবত্তী না হইয়া, তিনি স্বীয় বুদ্ধিকৌশলেই অধিকাংশ সম্পাদন করিতেন । হশেল, ১৭৮১ খৃঃ অব্দের ১৩ই মার্চ, যে নুতন গ্রহের আবিক্রিয় করেন, বোধ হয়, সৰ্ব্বাপেক্ষ তদ্বার। লোকসমাজে সমধিক বিখ্যাত হইয়াছেন । তিনি ক্রমাগত প্রায় দেড় বৎসর রীতিমত নভোমণ্ডলের পর্য্যবেক্ষণে ব্যাপৃত ছিলেন। দৈবযোগে, উল্লিখিত দিবসের সায়ংসময়ে, সেই স্বহস্তনির্মিত অত্যুৎকৃষ্ট সাপ্তপাদিক প্রতিফলিক দূরবীক্ষণ নভোমণ্ডলৈকদেশে প্রয়োগ করিয়া এক নক্ষত্র দেখিতে পাইলেন । বোধ হইল, তৎসন্নিহিত সমুদায় নক্ষত্র অপেক্ষ তাহার প্রভা স্থিরতর। উক্ত হেতু প্রযুক্ত ও তদীয় আকারগত অন্যান্য বৈলক্ষণ্য দর্শনে সংশয়ান হইয়া, তিনি সবিশেষ অভিনিবেশ পূর্বক পৰ্য্যবেক্ষণ আরম্ভ করিলেন। কতিপয় হোরার পর পুনর্বার পর্য্যবেক্ষণ করাতে উহা স্থান পরিত্যাগ করিয়াছে ইহা স্পষ্ট অনুভব করিয়া, তিনি সাতিশয় বিস্ময়াবিষ্ট হইলেন । পর দিন, এই বিষয়ে অনেক সন্দেহ দূর হইল । প্রথমতঃ, তাহার অন্তঃকরণে এই সংশয় উপস্থিত হইয়াছিল যে, পূৰ্ব্ব পূৰ্ব্ব বারে যাহা দেখিয়াছি, ইহা সেই নক্ষত্র কি না । কিন্তু ক্রমাগত আর কয়েক দিবস পৰ্য্যবেক্ষণ করাতে, তদ্বিষয়ক সমুদায় দ্বৈধ অন্তৰ্হিত হইল । অনন্তর, তিনি এই সমুদায় ব্যাপার রাজকীয় জ্যোতির্বিদ ডাক্তর মাস্কিলিনের গোচর করিলেন। তিনি আদ্যোপান্ত বিবেচনা করিয়া এই সিদ্ধান্ত করিলেন, ইহা নূতন ধূমকেতু না হইয়া যায় না। কিন্তু আর কয়েক মাস ক্রমিক পর্য্যবেক্ষণ করাতে, এই ভ্রান্তি নিরাকৃত হইল ; তখন স্পষ্ট বোধ হইল, উহা এক অনাবিষ্কৃতপূৰ্ব্ব নূতন গ্রহ, ধূমকেতু নহে। আমাদের অধিষ্ঠানভূক্ত। পৃথিবী যে সৌর জগতের অন্তর্গত, এই নূতন গ্রহও তদন্তর্বত্তী ( ১৪ ) । তৎকালে তৃতীয় জর্জ ইংলণ্ডের অধীশ্বর ছিলেন। হর্শেল তাহার মর্য্যাদা নিমিত্ত ( ১৪ ) স্বৰ্য্যসিদ্ধাস্ত প্রভৃতির মতে পৃথিবী স্থির , আর স্বয, চন্দ্র, মঙ্গল, বুধ প্রভৃতি গ্ৰহগণ তাহার চতুদিকে পরিভ্রমণ করে। কিন্তু অধুনাতন ইয়ুরোপীয় পণ্ডিতেরা যে অখণ্ডনীয় সিদ্ধাস্ত করিয়াছেন, তাহা পূৰ্ব্বোক্ত মতের নিতান্ত বিপরীত। তাহাদের মতে স্বধ্য সকলের কেন্দ্র, গ্ৰহগণ তাহার চতুদিকে পরিভ্রমণ করে ; স্বৰ্য্য গ্ৰহমধ্যে পরিগণিত নহে ; যাহারা স্বয্যের চতুদিকে পরিভ্রমণ করে তাহারাই গ্রহ। পৃথিবীও বুধ, শুক্র প্রভৃতি গ্রহের ন্যায় যথানিয়মে স্থয্যের চতুদিকে পরিভ্রমণ করে ; এই নিমিত্ত উহাও গ্রহমধ্যে পরিগণিত। আর যাহার কোনও গ্রহের চতুদিকে পরিভ্রমণ করে, তাহাদিগকে উপগ্রহ ও সেই সেই গ্রহের পারিপার্থিক বলে। চন্দ্র পৃথিবীর চতুদিকে পরিভ্রমণ করে, এই নিমিত্ত চন্দ্র স্বতন্ত্র গ্রহ নহে, উহা సె