পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন বোধোদয় নানা ইঙ্গরেজী পুস্তক হইতে সঙ্কলিত হইল ; পুস্তকবিশেষের অনুবাদ নহে । যে কয়টি বিষয় লিখিত হইল, বোধ করি, তৎপাঠে, অমূলক কল্পিত গল্পের পাঠ অপেক্ষ, অধিকতর উপকার দর্শিবার সম্ভাবনা । অল্পবয়স্ক সুকুমারমতি বালক বালিকার অনায়াসে বুঝিতে পারিবেক, এই আশয়ে অতি সরল ভাষায় লিখিবার নিমিত্ত সবিশেষ যত্ন করিয়াছি; কিন্তু কত দূর কৃতকাৰ্য্য হইয়াছি, বলিতে পারি না। মধ্যে মধ্যে, অগত্য, যে যে অপ্রচলিত দুরূহ শব্দের প্রয়োগ করিতে হইয়াছে, পাঠকবর্গের বোধসৌকর্য্যার্থে, পুস্তকের শেষে, সেই সকল শব্দের অর্থ লিখিত হইল। এক্ষণে, বোধোদয় সৰ্ব্বত্র পরিগৃহীত হইলে, শ্রম সফল বোধ করিব । - سمي শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা । ২০এ চৈত্র। সংবং ১৯০৭ । একোনাশীতিতম সংস্করণের বিজ্ঞাপন ত্রিপুরা জিলার অন্তঃপাতী রুপ্স গ্রামে যে রীডিং ক্লব অৰ্থাৎ পাঠগোষ্ঠী আছে, উহার কার্য্যদশী শ্ৰীযুত মহম্মদ রেয়াজ উদ্দীন আহম্মদ মহাশয়, বোধোদয়ের কতিপয় স্থল অসংলগ্ন দেখিয়া, পত্র দ্বারা আমায় জানাইয়াছিলেন। তৎপরে, কলিকাতাবাসী শ্ৰীযুত বাবু চন্দ্রমোহন ঘোষ ডাক্তর মহাশয়ও দুই তিনটি অসংলগ্ন স্থল দেখাইয়া দেন। ইহাতে আমি সাতিশয় উপকৃত ও সবিশেষ অনুগৃহীত হইয়াছি। তাহাদের প্রদশিত স্থল সকল সংশোধিত হইয়াছে। তাহার এরূপ অনুগ্রহপ্রদর্শন না করিলে, ঐ সকল স্থল পূৰ্ব্ববৎ অসংলগ্নই থাকিত। এতদ্ব্যতিরিক্ত, আবশ্যক বোধে, কোনও কোনও স্থল কিয়ং অংশে পরিবৰ্ত্তিত, কোনও কোনও স্থল কিয়ৎ পরিমাণে পরিবদ্ধিত হইয়াছে। শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা । ২২শে পৌষ । সংবং ১৯৩৯।