>bro বিদ্যাসাগর-গ্রস্থাবলী—শিক্ষা রঙ্গ রঙ্গ, অর্থাৎ রাঙ, শুক্লবৰ্ণ ও উজ্জল ; জল অপেক্ষ সাত গুণ ভারী ; পূৰ্ব্বোক্ত সকল ধাতু অপেক্ষা লঘু ; রুপ অপেক্ষা নরম ; সীস অপেক্ষা কঠিন। ইংলণ্ড, জৰ্ম্মনি, চিলি, মেক্সিকো, বঙ্কদ্বীপ, এই কয় স্থানে সৰ্ব্বাপেক্ষা অধিক রঙ্গ জন্মে । এই ধাতুতে বাক্স, পেটার, কোটা প্রভৃতি অনেক দ্রব্য নিৰ্ম্মিত হয় । দুই ভাগ রাঙ ও সাত ভাগ তামা মিশ্রিত করিলে, উত্তম কাসা প্রস্তুত হয়। ক্রয়—বিক্রয়—মুদ্রা যাহাদের যে বস্তু অধিক থাকে, তাহারা সে বস্তু আপনাদের আবশ্যক মত রাখিয়া, অতিরিক্ত অংশ বেচিয়া ফেলে। আর, যাহাদের যে বস্তুর অপ্রতুল থাকে, তাহার সেই বস্তু অন্য লোকের নিকট হইতে কিনিয়া লয়। লোকে মুদ্রা দিয়া আবশ্যক বস্তু কিনিয়া থাকে। যদি মুদ্র চলিত না হইত, তাহা হইলে, নিজের কোনও বস্তুর সহিত বিনিময় করিয়া, অন্ত্যের নিকট হইতে আবশ্যক বস্তু লইতে হইত। কিন্তু তাহাতে অনেক অসুবিধা ঘটিত । কোনও বস্তু কিনিতে হইলে, যত মুদ্র দিতে হয়, উহাকে ঐ বস্তুর মূল্য বলে। বস্তুর মূল্য সকল সময়ে সমান থাকে না ; কখনও অধিক হয়, কখনও অল্প হয়। যখন যে বস্তু অধিক মূল্যে কিনিতে হয়, তখন তাহাকে মহার্ঘ ও অক্রেয় বলে।. আর, যখন যে বস্তু অল্প মূল্যে কিনিতে পাওয়া যায়, তখন তাহাকে স্থলভ ও সস্তা বলে । মুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ধাতুখণ্ড । স্বর্ণ, রৌপ্য, তাম্র, এই ত্ৰিবিধ ধাতুতে মুদ্র নিৰ্ম্মিত হয় । এই সকল ধাতু ছুপ্ৰাপ্য ; এ নিমিত্ত, ইহাতে মুদ্রা প্রস্তুত করে। দেশের রাজা ভিন্ন আর কোনও ব্যক্তির মুদ্রা প্রস্তুত করিবার অধিকার নাই। রাজাও স্বহস্তে মুদ্র প্রস্তুত করেন না। মুদ্র প্রস্তুত করিবার নিমিত্ত, লোক নিযুক্ত করা থাকে। রাজা স্বর্ণ, রৌপ্য, ও তাম্রের যোগাড় করিয়া দেন ; নিযুক্ত ভূত্যেরা তাহাতে মুদ্র প্রস্তুত করে। যে স্থানে মুদ্রা প্রস্তুত হয়, ঐ স্থানকে টাকশাল বলে। কলিকাতা রাজধানীতে একটি টাকশাল আছে ।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।