পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা—সন্ধি প্রকরণ So :) সংযোগ করিয়া উচ্চারণ করিতে হয়। এইরূপ যাহার যে উচ্চারণ স্থান, তাহ বিবেচন৷ করিয়া উচ্চারণ করা উচিত। য, এই বর্ণকে বর্গ জ ন্যায় উচ্চারণ করিয়া থাকে ; তাহাও অশুদ্ধ। ইঅ এই দুই বর্ণ শীঘ্ৰ উচ্চারণ করিলে যেরূপ হয়, অস্তস্থ য কে সেই রূপ উচ্চারণ করা কৰ্ত্তব্য। খ, এই অক্ষরে য যোগ করিলে যেরূপ উচ্চারণ হয়, ক্ষ এই বর্ণেরও সেইরূপ উচ্চারণ করিয়া থাকে ; তাহাও অশুদ্ধ। ক ও মূৰ্দ্ধন্ত ষ এই দুই বর্ণ শীঘ্ৰ উচ্চারণ করিলে যেরূপ হয়, সেই প্রকার উচ্চারণ করা কৰ্ত্তব্য । ১৫ । ড, এই অক্ষরের উচ্চারণ দুই প্রকার । যেমন ডমরু, ও বড়িশ । শব্দের আরস্তে থাকিলে অথবা অন্য হল বর্ণের সহিত সংযুক্ত হইলে ডমরুর মত উচ্চারণ হয়। যথা ডামর, ডিম্ব, দণ্ড । অণর মধ্যে কিম্ব অস্তে থাকিলে নিবিড়ের মত উচ্চারণ হয় । যেমন দাড়িম, নিবিড়, দেবরাড়, তুরাষাড় । ডর ন্যায় ঢরও দুই প্রকার উচ্চারণ । যথা ঢকা, দৃঢ় । সন্ধি প্রকরণ স্বরসন্ধি ১৬। যদি আকারের পর অকার থাকে, তাহ হইলে দুই অকারে মিলিয়া আকার হয় ; আকার পুর্ব বর্ণে যুক্ত হয়। যথা, শশ–অঙ্ক, শশাঙ্ক: ; উত্তম—অঙ্গম, উত্তমাঙ্গম ; অদ্য—অবধি, অদ্যাবধি । ১৭। যদি আকারের পর আকার থাকে, তাহা হইলে অকার ও আকারে মিলিয়া আকার হয় ; আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা, রত্ন—আকরঃ, রত্নাকর ; দেব—আলয়ঃ, দেবালয়: ; কুশ–আসনম, কুশাসনম্। ১৮। যদি আকারের পর আকার কিম্বা অকার থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া আকার হয় ; আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা, মহা—আশয়, মহাশয়: ; গদা—আঘাত, গদাঘাতঃ ; দয়া—অর্ণবঃ, দয়াণবঃ ; মহা—অর্থঃ, মহাৰ্থঃ । ১৯। যদি হ্রস্ব ইকারের পর ই কিম্বা ঈ থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া দীর্ঘ ঈকার হয় ; ঈকার পুর্ব বর্ণে যুক্ত হয়। যথা, গিরি—ইন্দ্র, গিরীন্দ্র; ; অতি—ইব, অতীব ; হরি—ঈশ্বর, হরীশ্বর: ; ক্ষিতি—ঈশ, ক্ষিতীশঃ। ২৬