পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা নিমিত্ত অর্থে ও নমঃ শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। যথা, জ্ঞানায় অধ্যয়নমূ, জ্ঞানের নিমিত্ত অধ্যয়ন । মুখায় ধনোপার্জনমু, সুখের নিমিত্ত ধনোপার্জন । পরোপকারায় সত্যং জীবনমৃ, পরোপকারের নিমিত্ত সাধুদিগের জীবন । গুরবে নমঃ, গুরুকে প্রণাম । পিত্রে নমঃ, পিতাকে প্রণাম । হেতু ও অপেক্ষা অর্থ বুঝিতে পঞ্চমী বিভক্তি হয়। যথা, হৰ্ষাৎ নৃত্যুতি, হর্ষ হেতু নৃত্য করিতেছে । দুঃখাৎ রোদিতি, দুঃখ হেতু রোদন করিতেছে। ধনাৎ বিদ্যা গরীয়সী, ধন অপেক্ষা বিদ্যার গৌরব অধিক । অন্ত, পৃথক ইত্যাদি কতকগুলি শব্দের যোগে পঞ্চমী হয়। যথা, মিত্রাদন্য: কঃ পরিত্রাতুং সমর্থঃ, মিত্র ভিন্ন অন্য কে পরিত্রাণ করিতে পারে। ইদম, অস্মাৎ পৃথক, ইহা হইতে ইহা পৃথক্ । বিনা শব্দের যোগে দ্বিতীয়া, তৃতীয়া ও পঞ্চমী হয়। যথা, বিদ্যাং বিনা বৃথা জীবনম, বিদ্যা বিনা বৃথা জীবন । যতুেন বিনা কিমপি ন সিদ্ধ্যতি, বিনা যত্নে কিছুই সিদ্ধ হয় না। পাপাৎ বিনা দুঃখং ন ভবতি, পাপ না করিলে দুঃখ হয় না । ঋতে শব্দের যোগে দ্বিতীয়া ও পঞ্চমী হয়। যথা, শ্রমম ঋতে বিদ্যা ন ভবতি, শ্রম না করিলে বিদ্যা হয় না। ধৰ্ম্মাৎ ঋতে সুখং ন ভবতি, ধৰ্ম্ম ব্যতিরেকে সুখ হয় না। সম, তুল্য, সমান, সদৃশ ইত্যাদি শব্দের যোগে তৃতীয় ও ষষ্ঠ হয়। যথা, বিদ্যয় সমং ধনং নাস্তি, বিদ্যার সমান ধন নাই। বিনয়স্ত তুল্যে গুণে নাস্তি, বিনয়ের তুল্য গুণ নাই । বিশেষ্য বিশেষণ যাহা দ্বারা কেবল কোন বস্তু বা ব্যক্তি বোধ হয় তাহাকে বিশেষ্য পদ কহে। যথা, গৃহম, জলম, বৃক্ষ, লতা, নৌকা, বস্ত্রম, পুস্তকম, পৃথিবী, চন্দ্র, সূৰ্য্য, নক্ষত্রম, পুরুষঃ, শিশুঃ ইত্যাদি । যাহা দ্বারা বিশেষ্যের গুণ ও অবস্থা প্রকাশ হয় তাহাকে বিশেষণ পদ কহে । বিশেষণ পদ প্রায় বিশেষ্যের পুৰ্ব্বে থাকে। যথা, নূতনং গৃহম। নিৰ্ম্মলং জলম। ফলবান বৃক্ষ । পুষ্পিত লতা। ভয় নৌকা। ছিন্নং বস্ত্রম। উত্তমং পুস্তকম। গোলাকার।