পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—প্রথম ভাগ ২৬৯ ১ পাঠ বড় গাছ । ভাল জল । লাল ফুল । ছোট পাত । ২ পাঠ পথ ছাড় । জল খাও । হাত ধর । বাড়ী যাও । ৩ পাঠ কথা কয় । জল পড়ে । মেঘ ডাকে । হাত নাড়ে । খেলা করে । ৪ পাঠ কি পড় । কোথা যাও । ধীরে চল । কাছে এস । বই আন । ৫ পাঠ নূতন ঘট । পুরাণ বাটী। কাল পাথর। সাদা কাপড়। শীতল জল। ৬ পাঠ বাহিরে যাও । ভিতরে এস । কপাট খোল । কাগজ রাখ । কলম দাও । ৭ পাঠ আমি যাইব । তোমরা যাও } আমরা যাইতেছি । সে আসিবে । তিনি গিয়াছেন । তাহারা আসিতেছে । ৮ পাঠ কাক ডাকিতেছে । পাখী উড়িতেছে। পাতা নড়িতেছে । গরু চরিতেছে । জল পড়িতেছে । ফল ঝুলিতেছে।