পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 이 বিদ্যাসাগর-গ্রস্থাবলী—শিক্ষা ৯ পাঠ আমি মুখ ধুইয়াছি। গোপালের পড়িবার বই নাই । রাখাল কাপড় পরিতেছে । মাধব কখন পড়িতে গিয়াছে । ভুবন কাপড় পরিয়াছে। যাদব এখনও শুইয়৷ আছে । রাখাল সারাদিন খেলা করে । ১০ পাঠ রাম, তুমি হাসিতেছ কেন । তিনি এখানে কখন আসিবেন । নবীন কেন বসিয়া আছে। আমরা কাল সকালে যাইব । আমি আজ পড়িতে যাইব না । তুমি একলা কোথায় যাইতেছ। তোমরা এখানে কি করিতেছ। १५ °ोळे তুমি কখন পড়িতে যাইবে । অামি আজ বিকালে যাইব । যত্ন কাল সকালে আসিবে । কাল আমরা পড়িতে যাই নাই । তোমার গৌণ হইল কেন । আজ আমি তোমাদের বাড়ী যাইব কাল রাম আমাদের বাড়ী আসিবে । ১২ পাঠ কখনও মিছা কথা কহিও না । ঘরে গিয়া উৎপাত করিও না । কাহারও সহিত ঝগড়া করিও না । রোদের সময় দৌড়াদৌড়ি করিও না কাহাকেও গালি দিও না । পড়িবার সময় গোল করিও না । সারা দিন খেলা করিও না ।