পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—প্রথম ভাগ ՀԳՖ ১৩ পাঠ তারক ভাল পড়িতে পারে। ঈশান কিছুই পড়িতে পারে না। কৈলাস কাল পড়া বলিতে পারে নাই । আজ অমুখ হইয়াছে, পড়িতে যাইব না। কাল জল হইয়াছিল, পথে কাদ। হইয়াছে । তুমি দৌড়িয়া যাও কেন, পড়িয়া যাইবে । উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। ১৪ পাঠ আর রাতি নাই। ভোর হইয়াছে। আর শুইয়া থাকিব না। উঠিয়া মুখ ধুই । মুখ ধুইয়। কাপড় পরি। কাপড় পরিয়া পড়িতে বসি । ভাল করিয়া না পড়িলে, পড়৷ বলিতে পারিব না। পড়া বলিতে না পারিলে, গুরু মহাশয় রাগ করিবেন ; নূতন পড়া দিবেন না । ১৫ পাঠ বেলা হইল। পড়িতে চল । আমার কাপড় পরা হইয়াছে। তুমি কাপড় পর । আমার বই লইয়াছি । তোমার বই কোথায় । এস যাই, আর দেরি করিব না। কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম ; সব পড়া শুনিতে পাই নাই । ১৬ পাঠ দেখ রাম, কাল তুমি, পড়িবার সময়, বড় গোল করিয়াছিলে। পড়িবার সময় গোল করিলে, ভাল পড়া হয় না ; কেহ শুনিতে পায় না। তোমাকে বারণ করিতেছি, আর কখনও পড়িবার সময় গোল করিও না ।