পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રજ8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা র শ ব শ্ব পাশ্ব, পারিপাশ্বিক । য ট র স্ত্র উন্ট্র, রাষ্ট্র। য প র স্বপ্র নিম্প্রয়োজন, প্রবেশ । স ত র স্ত্র অস্ত্র, বস্ত্র, শাস্ত্র, স্ত্রী। সপ্তম পাঠ রাম রাম বড় সুবোধ । সে কদাচ পিতা মাতার কথার অবাধ্য হয় না । তাহার। রামকে যখন যাহা করিতে বলেন, সে তৎক্ষণাৎ তাহ করে, কদাচ তাহার অন্ত্যথা করে না । তাহারা যাহা করিতে একবার নিষেধ করেন, সে আর কখনও তাহ করে না । এজন্ত তাহার পিতা মাতা তাহাকে অতিশয় ভাল বাসেন । রাম আপন ভাই ভগিনী গুলির উপর অত্যন্ত সদয়। বড় ভাই ও বড় ভগিনীদিগের কথা শুনে, কখনও তাহাদের অনাদর করে না। ছোট ভাই ও ছোট ভগিনীদিগকে অতিশয় ভাল বাসে, কখনও তাহাদিগকে বিরক্ত করে না, তাতাদের গায়ে হাত তুলে না । রাম যে সকল সমবয়স্ক বালকদিগের সঙ্গে খেলা করে, তাহদের সকলকেই আপন ভ্রাতার স্যায় ভাল বাসে, কদাচ তাহীদের সহিত ঝগড়া বা মারামারি করে না । যাহাতে তাহারা অসন্তুষ্ট হয়, কদাচ সেরূপ কৰ্ম্ম করে না, যাহাতে তাহারা সন্তুষ্ট হয়, সৰ্ব্বদা সেইরূপ কৰ্ম্ম করে । এজন্য, তাহার। সকলেই রামকে অত্যন্ত ভাল বাসে। রামকে দেখিলে তাহদের বড় আহলাদ হয়। লেখা পড়ায় রামের বড় যত্ন । সে কখনও সে বিষয়ে উপেক্ষা করে না । সে আপন শিক্ষকদিগকে অতিশয় ভক্তি করে । র্তাহারা যখন যে উপদেশ দেন, মন দিয়া শুনে, কদাচ তাহ বিস্মৃত হয় না । রাম কখনও কোনও মন্দ কৰ্ম্ম করে না । দৈবাৎ যদি করে, একবার বারণ করিলে, আর কখনও সেরূপ করে না। যদি তাহার পিতা মাতা অথবা শিক্ষক বলেন, রাম তুমি